কিছু সম্পর্ক এমন হয় যা ভেঙে গেলেও মন থেকে তাদের একেবারে মুছে ফেলতে পারেন না দর্শক। বাংলা ইন্ডাস্ট্রির এমনই এক প্রাক্তন পাওয়ার কাপল (Ex Couple) ছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। একটা সময় রাজ চক্রবর্তীকে নিয়ে মিমি এবং রাজের বর্তমান স্ত্রী শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) মধ্যে রেষারেষির ঘটনা অজানা নয় কারও কাছেই।
টলিউড ইন্ডাস্ট্রির পাওয়ার কাপলএই জুটির সম্পর্কে এক সময় চীড় ধরতে শুরু করে। ঠিক সেই সময়েই রাজ্যের জীবনে নতুন নায়িকা হয়ে এন্ট্রি নেন শুভশ্রী। তবে সময়ের নিয়মে সেসব এখন অতীত। তাই রাজ মিমি দুজনেই এখন এগিয়ে গিয়েছেন নিজের নিজের জীবনে। একদিকে মিমি ব্যস্ত কাজ নিয়ে অন্যদিকে শুভশ্রী যেন দুহাতে দশভুজা।
একদিকে রয়েছে কাজের ব্যস্ততা অন্যদিকে স্বামী রাজ আর ছেলে ইউভানকে নিয়ে সুখী গৃহকোণ টলি কুইনের। কথায় আছে সময় সব ক্ষত সরিয়ে দেয়। তাই সময়ের সাথে সাথে এখন টলিপাড়ার দুই নায়িকা শুভশ্রী এবং মিমির সম্পর্কের জট কিছুটা হলেও মুক্ত। পুরনো তিক্ততা ভুলে এখন তাদের দুজনের মধ্যেই রয়েছে বিশেষ সৌজন্যমূলক ব্যবহার।
এদিন সোশ্যাল মিডিয়াতেই সেই সৌজন্যের পরিচয় মিলল হাতেনাতে। আগামী মাসেই নারী দিবসের দিন অর্থাৎ ৮ মার্চ হইচই টিভিতে মুক্তি পেতে চলেছে শুভশ্রী অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ (Indubala Bhater Hotel)। সদ্য ৩০ এর কোটায় পা দেওয়ায় শুভশ্রী এই সিনেমায় অভিনয় করেছেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার চরিত্রে।
আসন্ন এই ওয়েব সিরিজ নিয়ে সম্প্রতি টুইটারে মিমি শুভশ্রীকে শুভেচ্ছা (Congratulation) জানিয়ে লিখেছেন ‘একটু দেরি হয়ে গেল শুভশ্রীকে এই অসাধারণ প্রোজেক্টার জন্য শুভকামনা জানাতে। আমার এটা দেখেই ভালো লাগছে যে এইরকম নারীকেন্দ্রিক কনটেন্ট তৈরি হচ্ছে। মহেন্দ্র সোনি এবং গোটা টিম। আমার তর সইছে না এটা দেখবার জন্য। আর হ্যাঁ, বলতেই হচ্ছে এই সিরিজের ক্যামেরার কাজ অসাধারণ। হইচই নিঃসন্দে সবরকমের স্টিরিওটাইপ ভাঙছে’।
Thank you mimi ❤️
Dekhish series ta bhalo lagbe ?? https://t.co/6I4QabBqpi— Subhashree Ganguly (@subhashreesotwe) February 24, 2023
মিমির পাঠানো এই মিষ্টি শুভেচ্ছা বার্তার পাল্টা জবাব দিতে ভোলেননি, রাজ ঘরনীও। তিক্ততা ভুলে তিনিও মিমির শুভেচ্ছার উত্তরে লিখেছেন ‘থ্যাঙ্ক ইউ মিমি, দেখিস সিরিজটা ভালো লাগবে’।