আজ ৩০ বছরে পা দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। প্রতিবছরই জন্মদিন আসে ঠিকই, তবে এবছরের জন্মদিনটা বাকি বছরের থেকে একটু আলাদা। কারণ এ বছর রাজ-শুভশ্রী দুই থেকে তিন হয়েছেন। ছোট্ট ইউভানের আগমন ঘটেছে রাজ শুভশ্রী ঘরানায়। ছোট্ট ইউভান এখন মা বাবার চোখের মনি, সাথে বাবার রাজপুত্র।
যাই হোক স্ত্রীর জন্মদিন কি ভুলে গেলে চলে নাকি! স্ত্রী শুভশ্রীর জন্মদিনে সারপ্রাইজ দিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সাথে সেই সারপ্রাইজের ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। ছবি শেয়ার করে ক্যাপশনে পরিচালক রাজ চক্রবর্তী লিখেছেন, শুভশ্রীর কথা ভাবলে অদ্ভুত ভাবে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।শুভশ্রীর প্রশংসাতে যে কি বলবেন তা বুঝতেই পারেন না। শুভশ্রীর সম্পর্কে বলতে গেলে যেন শব্দভান্ডারের শব্দ ফুরিয়ে যায়!
এখানেই শেষ নয় রাজ চক্রবর্তী আরো বলেছেন, ‘শুভশ্রী যে তার কাছে কি তা তিনি বলে বোঝাতে পারবেন না। শুভশ্রীকে পেয়ে তিনি নিজেকে খুবই সৌভাগ্যবান বলে মনে করেন। শুভশ্রী যেন এই ভাবেই তার সাথে হাসিখুশি ভাবে থাকে এই প্রার্থনায় করেন রাজ চক্রবর্তী। সাথে রয়েছে আই লাভ ইউ। স্ত্রীর প্রতি এতো ভালোবাসা ভরা পোস্ট শেয়ার করা মাত্রই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
প্রসঙ্গত, শুধু মাত্র রাজ চক্রবর্তী নয় আরো অনেকেই শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা অঙ্কুশ রাত ২টো নাগাদ শুভশ্রীর সাথে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।