• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আদরে ভাগ! যুবানকে মায়ের কোলে দেখে বেজায় ‘হিংসে’ হল রাজের

প্রথমদিন থেকেই সকলে মাথায় করে রেখেছে ছোট্ট যুবানকে। কখনো মায়ের কোলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আদর খাচ্ছে সে, কখনোবা বাবার কোলে উঠে শুনছে কলকাতার গল্প। এবার ‘ঠাম্মির’ কোলে শুয়ে আদর খেলেন ‘রাজ পুত্র’ যুবান। আর মায়ের আদরে ভাগ বসাচ্ছে দেখে ছেলেকে খানিক হিংসেও করে বসেন রাজ, যদিও পুরোটাই মজার ছলে।

বাবা হওয়ার দিন কয়েক আগে নিজেই বাবা হারা হন রাজ চক্রবর্তী। করোনায় আক্রান্ত হয়েই মারা যান রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। তারপর থেকেই রাজের পরিবারে নেমে আসে শোকের ছায়া। তারপরেই রাজ-শুভর ঘর আলো করে আসে যুবান। স্বভাবতই বেজায় আদরে বড় হয়ে উঠছে রাজ-পুত্র।

https://www.instagram.com/p/CF_Ya-ap-Wa/?utm_source=ig_embed

জন্মের পর থেকেই টলি পাড়ার পাওয়ার কাপলের পুত্র যুবান খোদ হয়ে উঠেছে ছোট খাটো এক সেলিব্রিটি। তার প্রায় প্রতিটা ছবিই ভাইরাল হয় নেট পাড়ায়। তার ভক্তসংখ্যাও নেহাত কম নয়, এই বয়সেই রয়েছে তার ফ্যান ক্লাব। সকলের চোখের মণি যুবানকে এবার দেখা গেল ঠাকুমার কোলে শুয়ে আদর খেতে, আর তাতেই খানিক হিংসা হল রাজের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥