টলিউডের পাওয়ার কাপল হিসাবেই পরিচিত রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) জুটি। বিয়ের দিন থেকে আজও অটুট তাদের ভালোবাসা। টলিউডের সেলেব কাপলদের মধ্যেই জনপ্রিয়তার শীর্যেই রয়েছেন দুজনে। ২০১৮ সালের আজকের দিনেই চার হাত এক হয়েছিল রাজ শুভশ্রীর। সম্প্রতি ছিল তাদের তৃতীয় বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে একসাথে তিন তিনটে বছর কাটিয়ে ফেললেন দুজনে।
টলিউডের বিখ্যাত পরিচালকের বাড়িতে বউ হয়ে এসেছিলেন অভিনেত্রী শুভশ্রী। সেদিন থেকেই রাজঘরিণী উপাধি জুড়ে ছিল অভিনেত্রীর নামের পাশে। এরপর ভালোবাসা আর নানান অভিজ্ঞতায় ভরপুর হয়ে কেটে গেল তিনটে বছর। ইতিমধ্যেই মা হয়েছেন শুভশ্রী। গতবছর লকডাউনে শুভশ্রীর কোল এল করে এসেছে রাজপুত্র যুবান। জন্মের পর থেকেই সেও সেলেব্রিটির থেকে কোনো অংশে কম নয়।
তৃতীয় বিবাহবার্ষিকীতে বিয়ের দিনের নানান স্মৃতি ভিড় করেছে শুভশ্রীর মনে। সোশ্যাল মিডিয়াতে নিজের বিয়ের সময়কার একটি ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। ছবিতে একেঅপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন দুজনে। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, ‘ জীবনের সেরা সিদ্ধান্তের তিনটে বছর’।
অন্যদিকে রাজ চক্রবর্তীও নিজের বিয়ের একটি ছবি শেয়ার করে একই ভাবে তৃতীয় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন শুভশ্রীকে। ছবিতে রাজ-শুভশ্রীকে বিয়ের পর্ষাকে দেখতে পাওয়া গিয়েছে।
সম্প্রতি শুভশ্রীর বিয়ের ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে রাজ-শুভশ্রীর বিয়ের কিছু দৃশ্য একত্রে দেখা যাচ্ছে। যার মধ্যে রয়েছে বিয়ের আগের মুহূর্ত থেকে শুরু করে শুভদৃষ্টি, খই পোড়ানো আর সিঁদুরদান। এই সমস্ত স্পেশাল মুহূর্ত নিয়ে তৈরী এই ভিডিও ইতিমধ্যেই ব্যাপক ভাবে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
তবে সবচাইতে আকর্ষণের বিষয় হল। বিয়ের শুভদৃষ্টির সময় রাজ চক্রবর্তীকে চোখ মেরেছিলেন শুভশ্রী। সেই দৃশ্যটিও রয়েছে ভিডিওতে। চোখ মারার পর হেসে উঠেছিলেন অভিনেত্রী শুভশ্রী। যা দেখে রাজ চক্রবর্তী নিজেও প্রথমে অবাক হয়ে পরে মুচকি হাসি হেসে ফেলেছেন।