রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) হলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) ‘পাওয়ার কাপল’। স্বামী ইন্ডাস্ট্রির নামী পরিচালক, স্ত্রী প্রথম সারির অভিনেত্রী। কেরিয়ারের দিক থেকে দু’জনেই অত্যন্ত সফল। স্বাভাবিকভাবেই তাঁদের নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগে থাকে। সেই সঙ্গে তাঁদের সন্তান ইউভানও (Yuvaan Chakraborty) থাকে লাইমলাইটে।
আড়াই বছর বয়সেই রাজ-শুভশ্রীর ছেলে সোশ্যাল মিডিয়া স্টার হয়ে গিয়েছে। ভালো রকমের ফ্যান বেস রয়েছে পুঁচকে ইউভানের। নেটিজেনদের নয়নের মণি সে। ছেলেকে রীতিমতো চোখে হারান ‘রাজশ্রী’ জুটি। কয়েকদিন আগে ছেলের নামে নিজের হাতে ট্যাটু করিয়েছেন ‘চিরদিনই তুমি যে আমার’ পরিচালক। তবে এবার ইউভানের একার লাইমলাইটে থাকার দিন শেষ! সম্প্রতি ‘সুখবর’ শুনিয়েছেন রাজ নিজে।
‘রাজশ্রী’র অনুরাগীরা বহুবার আবদার করেছে, এবার ইউভানের একটা ছোট ভাই বা বোন এনে দিক তারকাজুটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন রাজ নিজে। পরিচালক বলেন, ছেলে ইউভান তাঁদের কাছে খেলনার মতো। তাঁরা ভীষণ আদর করেন ছেলেকে। রাজের কথায়, ইউভান আসার পর তাঁদের জীবন সম্পূর্ণ বদলে গিয়েছে, পাল্টে গিয়েছে তাঁদের বাড়ির পরিবেশ।
পরিচালক জানান, ছোটবেলায় শুভশ্রী ভীষণ দুষ্টু ছিলেন, একেবারে গুণ্ডাদের মতো। ছেলেও একেবারে মায়ের মতোই হয়েছে। মায়ের বেশি কাছেরও ইউভান। এরপরেই রাজ বলেন, শুভশ্রী বাচ্চাদের ভীষণ ভালোবাসেন। তাঁরা দু’জনেই চান, এবার ইউভানের একটা ভাই বা বোন হোক।
রাজ এবং শুভশ্রী যে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন তা পরিচালকের কথা থেকেই স্পষ্ট। রাজ আরও জানান, তাঁর বাবা তাঁকে যেভাবে বড় করেছেন এবং তিনি যেভাবে ইউভানকে বড় করছেন, তাতে কোনও মিল নেই। ইউভানের জন্য একজন ভালো বাবা হয়ে উঠতে চাই, জানান পরিচালক।
রাজ-শুভশ্রী শত ব্যস্ততার মাঝেও ছেলের জন্য ঠিক সময় বের করে নেন। রাজ জানান, তিনি ছেলেকে সময় দিতে চান, ছেলের সমান দায়িত্ব নিতে চান। ছেলের ওপর কোনও কিছু জোর করে চাপিয়ে দিতে চান না তিনি। সব মিলিয়ে ইউভানকে একটা সুন্দর পরিবেশে বড় করতে চান রাজ এবং শুভশ্রী।