• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করলেন রাজ শুভশ্রী! যুবানের ফেজ টুপি পরা ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

টলিউডের প্রথম সারির তারকা দম্পতিদের মধ্যে অন্যতম পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty), এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) জমজমাট দাম্পত্য। তাদের একমাত্র পুত্র যুবান (Yuvaan) এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ার সেনসেশন। কাজের পাশাপাশি পরিবারকেও কীভাবে সময় দিতে হয়, তা ভালোই জানেন রাজশ্রী জুটি। কাজ সামলে মাঝেমধ্যেই তারা সময় বের করে নেন নিজেদের।

কিছুদিন আগেই মা বাবার সাথে গোলাপী শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে সে। অবশ্য তারা এক যাননি এই বিশেষ ট্রিপে, সাথে রয়েছে অভিনেত্রী ফলক রশিদ, তার স্বামী থেকে পরিবারের কিছু বন্ধুরাও। গোলাপী শহর জয়পুরে পৌঁছানোর পর গতকাল অর্থাৎ ২৬ শে মার্চ থেকেই তাদের বেড়ু বেড়ুর নেশ কিছু ছবি ভিডিও প্রকাশ্যে এসেছে৷

   

Raj Chakraborty,Subhashree Ganguly,islam,religion,yuvaan,রাজ চক্রবর্তী,শুভশ্রী গাঙ্গুলি,যুবান,ইসলাম,দরগা,ভাইরাল,বাংলা খবর,টলিউডের খবর,রাজ শুভশ্রীর প্রেম

নতুন জায়গা, গাড়ি, রাস্তাঘাট লোকজন দেখে ছোট্ট ইউভানের আনন্দ যেন আর ধরেনা। গাড়িতে যেতে যেতেই বাবা রাজের কোলে চড়ে রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছিল সে। ছেলেকে খুশি দেখে রাজশ্রীর মুখেও স্বস্তির ছাপ৷ এই প্রথমবার নয়, জন্মের পর থেকেই বাবা মায়ের হাত ধরে বেশ কিছু জায়গা ঘুরে ফেলেছে ইউভান৷

Raj Chakraborty,Subhashree Ganguly,islam,religion,yuvaan,রাজ চক্রবর্তী,শুভশ্রী গাঙ্গুলি,যুবান,ইসলাম,দরগা,ভাইরাল,বাংলা খবর,টলিউডের খবর,রাজ শুভশ্রীর প্রেম

শহরে পৌঁছে স্বভাবতই তার আশেপাশের জায়গা ঘুরে দেখতে শুরু করেছেন টলিউডের এই পাওয়ার কাপল। আগেই জানিয়েছিলেন, আজমের শরিফ দরগা, খাটুসাম, নিমরানা দুর্গে যাবেন তাঁরা। সালাসার বালাজি মন্দিরেও যাওয়ার পরিকল্পনা আছে। কথা মতোই, শনিবার রাতে আজম শরিফের দরগায় উপস্থিত হয়েছিলেন সপরিবার রাজ এবং ফলকরা।

Raj Chakraborty,Subhashree Ganguly,islam,religion,yuvaan,রাজ চক্রবর্তী,শুভশ্রী গাঙ্গুলি,যুবান,ইসলাম,দরগা,ভাইরাল,বাংলা খবর,টলিউডের খবর,রাজ শুভশ্রীর প্রেম

আর শরিফ দরগায় উপস্তিত হতে তাদের নিয়মানুযায়ী পোশাক ও পরেছিলেন তারা। আজম শরিফে দোয়া চাইতে যাওয়ার সময় শুভশ্রীর পরনে ছিল সাদা শালোয়ার কামিজ, রাজের পরনে সাদা পাঞ্জাবি। ছোট্ট ইউভান সেজেছিল নীল পাঞ্জাবিতে। নিয়ম মেনে তিনজনই মাথা ঢেকেছিলেন ওড়না পাগরী বা টুপিতে৷ আজমের শরিফ থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রাজ। লিখেছেন, ‘ঈশ্বর সকলের মঙ্গল করুন, সকলকে রক্ষা করুন।’

Raj Chakraborty,Subhashree Ganguly,islam,religion,yuvaan,রাজ চক্রবর্তী,শুভশ্রী গাঙ্গুলি,যুবান,ইসলাম,দরগা,ভাইরাল,বাংলা খবর,টলিউডের খবর,রাজ শুভশ্রীর প্রেম

তাদের এই ছবি এই মুহুর্তে দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল জল্পনা। শুধু তাই নয়, ফেজ টুপি পরা যুবানের ছবি কিংবা রাজ শুভশ্রীর দরগার ছবি দেখে নেটিজেনদের একাংশ ভাবতে শুরু করেছিলেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু আসলে তা নয়, তারা কেবলমাত্র বেড়াতেই গিয়েছিলেন, কোনওরকম ধর্মান্তরিত তারা হননি।