টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে প্রথমে নাম আসে শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly)। তাছাড়া বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) স্ত্রী তিনি। তবে মা বাবাবা সেলেব হলেও জন্ম থেকেই টলিপাড়ার খুদে হিরো ছেলে ইউভান (Yuvaan)। একেবারে শুরুর দিন থেকেই সকলের প্রিয় ছোট্ট ইউভান। মা বাবার সাথে তাঁর ছবি শেয়ার হতেই নিমেষে ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। আর দেখতে দেখতে আরও একবছর বাড়ল ইউভানের বয়স।
হ্যাঁ ঠিকই ধরেছেন, গতকাল অর্থাৎ ১২ই সেপ্টেম্বর ছিল ইউভানের জন্মদিন। সেদিনের ছোট্ট ইউভান আজ দু বছরের খুদে। একমাত্র ছেলের জন্মদিন বলে কথা সেলিব্রেশন হবে না তাও আবার হয় নাকি! বেশ এলাহীভাবেই আয়োজন হয়েছিল ইউভানের ২ বছরের জন্মদিনের। সেলিব্রেট করার জন্য ছেলেকে নিয়ে দেশ ছেড়ে বিদেশে উড়ে গিয়েছিলেন রাজ-শুভশ্রী।
দ্বিতীয় জন্মদিনকে স্পেশাল করে তুলতে সুদূর সুইজারল্যান্ডে পাড়ি দিয়েছিলেন সকলে। সেখানেই সারাদিন ধরে চলেছে ছেলের জন্মদিনের সেলিব্রেশন। যাওয়া আগে এয়ারপোর্ট থেকে পৌঁছেও একাধিক ছবি শেয়ার করে নিয়েছিলেন মা শুভশ্রী। ইনস্টাগ্রাম স্টোরি থেকে সোশ্যাল মিডিয়ার পর্দায় বার্থডে বয় ইউভানের ছবি ভাইরাল হয়ে পড়েছিল। সাথে নেটিজনরাও তাকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
আসলে জন্মের প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে ইউভানকে। বাবা রাজ চক্রবর্তী কলকাতা দর্শন করিয়ে শেয়ার করেছিলেন ছোট্ট ইউভানের ছবি। এরপর থেকে প্রতিনিয়ত ইউভানের বেড়ে ওঠার সাক্ষী থেকেছেন নেটিজেনরা। তাই তো নতুন কোনো ছবি বা ভিডিও শেয়ার হলেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ত।
ইতিমধ্যেই ইউভানের কেক কাটার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দুটো ছোট্ট ছোট্ট কাপ কেক দেখা যাচ্ছে। হোটেলে বসে ক্যান্ডেল নিভিয়ে কাঁটা চামচ দিয়েই কেক কেটেছে সে। সেই ভিডিও বেশ ভাইরালও হয়ে পড়েছে নেটপাড়ায়।
View this post on Instagram
এদিন ছেলেকে কোলে নিয়ে একাধিক দুটি ছবি শেয়ার করেছিলেন মা শুভশ্রী। যেখানে ডেনিমের পোশাকে দেখা যাচ্ছিলো অভিনেত্রীকে আর কোপে প্যান্ট আর টিশার্ট পরে দেখা যাচ্ছে ইউভানকে। সুজারল্যান্ডের রাস্তাতেই মায়ের ঠোঁটে চুমু দিয়েছে ইউভান। এই ছবি সুপার ভাইরাল হয়ে পড়ে, আর নেতিজ্ঞরাও জন্মদিনে শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দেয় তাকে।
প্রসঙ্গত, ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনেকেই নিজেদের সোশ্যাল মিডিয়াতে ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন। সেগুলিকে নিজের ইন্সটা স্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী। আর বাবা রাজ চক্রবর্তী রোপ ওয়ে রাইডের একটি ছবি শেয়ার করেছেন ছেলের জন্মদিন উপলক্ষে। বংট্রেন্ডের তরফ থেকেও ইউভানের জন্মদিনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।