• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জনপ্রিয়তার দৌড়ে তৈমুরকেও টেক্কা দিচ্ছে যুবান, খুদের জন্য তৈরি হচ্ছে ফ্যান ক্লাব!

Updated on:

সদ্য মা হয়েছেন শুভশ্রী। গত ১২ সেপ্টেম্বর রাজ-শুভশ্রীর ঘর আলো করে জন্ম নিয়েছে ছোট্ট যুবান। এখন সারাদিন তাকে নিয়েই সময় কাটাচ্ছেন এই সেলেব জুটি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে সন্তানের জন্ম দেন শুভশ্রী৷ সঙ্গে সঙ্গেই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ-শুভ৷ আর তারপর থেকেই নেট মহলে রাতারাতি ভাইরাল যুবান।শুভশ্রী সদ্যজাতের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ” We are blessed with a baby boy!! YUVAAN says “Hello” to you all …।’

তারপর থেকেই পাল্লা দিয়ে বাড়তে থাকে যুবানের ভক্তদের সংখ্যাও। কদিন আগেই রাজ ছেলের সঙ্গে আদুরে এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। গোটা বিনোদন জগত তাঁদেরকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছে। ইউভানকে প্রাণভরা ভালবাসা জানিয়েছে সকলেই।

ইতিমধ্যেই তৈরি হয়েছে যুবানের ফ্যান-ক্লাবও। যুবান ভক্তদের কল্যাণে ইতিউতি গজিয়ে উঠেছে অসংখ্য ফ্যান ক্লাব৷ যুবানের নামে খুলে গেছে অসংখ্য ফেক অ্যাকাউন্ট-ও,যদিও এই ঘটনায় বেশ ক্ষুব্ধ রাজ। সইফ-পুত্র তৈমুরকে নিয়েও এভাবেই মেতেছিল নেট দুনিয়া। প্রসঙ্গত, তৈমুরের পর আবারো মা হতে চলেছেন করিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥