• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাইক আর পছন্দ নয়! এবার চার চাকা চালাতে স্টিয়ারিং ধরল যুবান, ভাইরাল রাজের ভিডিও

যুবান,রাজ চক্রবর্তী,পালসার ১৫০,শুভশ্রী গাঙ্গুলি,বাইক,yuvaan,Raj Chakraborty,Subhashree Ganguly,bike,বাবা ডাক,বাবা,yuvaan called raj chakraborty,yuvaan is trying to drive car,car

এখন সোশ্যাল মিডিয়ার খুদে তারকা রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) ৯ মাসের পুত্র যুবান (Yuvaan)। বয়স এক বছর ও হয়নি, তবুও জনপ্রিয়তার দৌড়ে রাজ-শুভশ্রীকেও ছাপিয়ে গিয়েছে যুবান। তাকে এক ঝলক দেখার জন্য চাতকের মত অপেক্ষা করে থাকে অনুরাগীরা।

আর যুবান-ভক্তদের মন ভালো রাখতে ছেলের রকমারি কান্ড-কারখানার ভিডিও শেয়ার করে থাকেন রাজ – শুভশ্রী। গত কয়েকদিন আগেই নিজের প্রথম উপার্জনে কেনা বাইক ছেলেকে দিয়েছিলেন রাজ চক্রবর্তী। তার উপর বহাল তবিয়তে বসে পোজও দিতে দেখা যায় যুবানকে।

যুবান,রাজ চক্রবর্তী,পালসার ১৫০,শুভশ্রী গাঙ্গুলি,বাইক,yuvaan,Raj Chakraborty,Subhashree Ganguly,bike,বাবা ডাক,বাবা,yuvaan called raj chakraborty,yuvaan is trying to drive car,car

কিন্তু বাইক আর কদ্দিন ভাল্লাগে? তাই এবার বাইক ছেড়ে চার চাকার স্টিয়ারিং ধরল যুবান। বাবার কোলে বসেই দিব্যি স্টিয়ারিং ডানে-বামে ঘুরিয়ে চলেছে। কখনো তো দাঁড়িয়েও পড়ছে সে ‘গাড়ি চালাতে’ গিয়ে। এই আদুরে ভিডিও পোস্ট করে রাজ লিখেছেন, “আমার ছোট্ট বাচ্চাটা দুই চাকা থেকে চার চাকার দখল নিয়েছে। সাড়ে ন’মাসেই স্টিয়ারিং ধরতে শিখে গেল।”

যুবান,রাজ চক্রবর্তী,পালসার ১৫০,শুভশ্রী গাঙ্গুলি,বাইক,yuvaan,Raj Chakraborty,Subhashree Ganguly,bike,বাবা ডাক,বাবা,yuvaan called raj chakraborty,yuvaan is trying to drive car,car

শুধু রাজ নয় ছেলের এই মজার কীর্তির ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও। যুবান এবং রাজই যে তাঁর হৃদয়ের সমস্তটা জুড়ে রয়েছে তাও বুঝিয়ে দিয়েছেন ক্যাপশনে। প্রসঙ্গত, বাবার থেকে কিছুদিন দূরে থাকতে হয়েছিল যুবানকে। বাবা রাজ চক্রবর্তী ভোট প্রার্থী হওয়ায় প্রচারের কাছে বেশ কিছুদিন আলাদা থাকতে হয়েছিল তাকে। তবে যুবানকে যে তিনি খুব মিস করতেন তা সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যেত। এরপর ভোট মিটতেই যুবানের কাছে চলে আসে বাবা, আর তারপর বাবার সাথে খেলা শুরু।

 

যে বছরে বাবা হারিয়েছেন রাজ, সেই বছরেই তার কোলে এসেছে যুবান। রাজ বুঝেছেন বাবা হয়ে ওঠার দায়িত্ব ঠিক কতটা। ১ বছর হতে চলল যুবানের বয়স। আর কিছুদিন আগেই প্রথম ছেলের মুখ থেকে অমূল্য ‘বাবা’ ডাক শুনেছেন রাজ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥