বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক থেকে বর্তমান তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সময়ের সাথে প্রতিনিয়ত দায়িত্ব বেড়েই চলেছে তাঁর। তবে সিনেমা,থেকে রাজনীতি পেশাদার জীবনের সমস্ত দিক বজায় রেখেও দিব্যি সময় কাটান ছেলে ইউভান (Yuvan) এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)সাথে। আর রাজের কথায় ‘আমি কাজপাগল মানুষ, চব্বিশ ঘণ্টার মধ্যে ছয় ঘণ্টা ঘুমোই। আর বাকি পুরোটাই কাজের মধ্যে থাকতে ভালবাসি, তার মধ্যে পরিবারকে সময় দিই। এনজয় করলে কোনও কিছুই কঠিন নয়। সকালে কলকাতার কাজ, বিকেলে বারাকপুরে, কিংবা উল্টোটা।’
এমনিতে রাজ-শুভশ্রীর জুটি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। আর তাঁদের ছোট্টো ছেলে ইউভান তো আছেই। এখন থেকেই নেট পাড়ার সেলিব্রেটি তিনি। সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকার সুবাদে জীবনের ছোটো ছোটো নানান আনন্দের মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায় রাজ শুভশ্রীকে। যদিও ইতিমধ্যেই একাধিকবার ভিন্ন কারণবশত নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছেন এই সেলিব্রেটি জুটি।
কখনও শুভশ্রীকে বডি শেমিং করা হয়েছে, তো কখনও রাজ চক্রবর্তীকে বিধায়ক হিসাবে তাঁর কাজ নিয়ে খোঁচা দেওয়া হয়েছে। তবে এসব একেবারেই গায়ে মাখতে নারাজ রাজ। এপ্রসঙ্গে তাঁর স্পষ্ট জবাব ‘আসলে আমার কোনও ইগো নেই। কেউ আমাকে ট্রোল করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। গায়ে মাখি না। কেউ ট্রোল করলে, আমি তার মানসিক অবস্থা, পরিস্থিতি বোঝার চেষ্টা করি।আবার শুভাকাঙক্ষীর সংখ্যাও কম নয়। এটা সোশ্যাল মিডিয়ার পার্ট।’
এমন অনেক সেলিব্রেটি আছেন যারা চান না তাঁদের সদ্যোজাত সন্তানরা এখনই পাপারাৎজির ক্যামেরা বন্দী হোক। সোজা কথায় এই গ্লামার জগতের চাকচিক্য থেকে দূরে রাখতে সোশ্যাল মিডিয়ায় তাদের কোনো ছবি শেয়ার করেন না। সেখানে ব্যতিক্রম রাজ শুভশ্রী। এপ্রসঙ্গে রাজের স্পষ্ট জবাব ‘আমরা খুব মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা দু’জন মানুষ। আমাদের মানসিকতাও আর পাঁচটা মধ্যবিত্ত মানুষের মতোই। আনন্দের কোনও কিছু ঘটলে আমরা নিজেদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। এতে আমি দোষের কিছু দেখি না। আমি অন্য কারও মতো করে তো চলতে পারব না। আমি আমার মতো করেই চলব।’
অন্যদিকে দীর্ঘ এগারো বছর পর কালার্স বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘সঙ্গীতের মহাযুদ্ধের’ হাত ধরে ফের একবার ছোট পর্দায় ফিরছে রাজ-মীর জুটি। এই গানের শোয়ের প্রযোজনা এবং পরিচালনার দায়িত্বে থাকছেন রাজ চক্রবর্তী। অন্যদিকে এবার টিভিতে প্রথমবারের জন্য গানের রিয়ালিটি শোয়ের সঞ্চালনার দায়ীত্বে থাকবেন মীর। এছাড়াও চমক থাকছে আরও। ষোলো জন প্রতিযোগী এবং চারজন বিচারক থাকছেন এই শোতে। স্বনামধন্য বিচারকদের মধ্যে রয়েছেন জাতীয় পুরস্কার জয়ী ওস্তাদ রাশিদ খান, জিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ ও লোপামুদ্রা মিত্র। অগাস্টের শেষ সপ্তাহে শো-টি টেলিকাস্ট হওয়ার কথা রয়েছে।