• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার বলিউডে পাড়ি দিচ্ছেন রাজ! নায়িকা হওয়ার দৌড়ে আগে রয়েছেন এই বলি সুন্দরী

টলিউডের অন্যতম নামী পরিচালক হলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। একাধিক সুপারহিট ছবির পরিচালনা করেছেন তিনি। রাজের ঝুলিতে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘প্রেম আমার’এর মতো সুপারহিট সিনেমা। এবার শোনা যাচ্ছে, টলিপাড়ার সেই নামী পরিচালকই বাংলা সিনেমার গণ্ডি পেরিয়ে বলিউডে (Bollywood) পা রাখতে চলেছেন। আর তাঁর নায়িকা হওয়ার দৌড়ে রয়েছেন বলিপাড়ার প্রথম সারির জনপ্রিয় দুই নায়িকা।

বাংলার বহু পরিচালক বলিউডে গিয়ে দাপিয়ে কাজ করছেন। সেই তালিকায় নাম রয়েছেন অনিরুদ্ধ রায় চৌধুরী, সৃজিত মুখোপাধ্যায়দের। এবার সেই লিস্টেই নাম তুলতে চলেছেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক।

   

Raj Chakraborty

টলিপাড়ায় এখন কান পাতলেই শোনা যাচ্ছে, শীঘ্রই বলি সফর শুরু করতে চলেছেন রাজ। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘পরিণীতা’র (Parineeta) হিন্দি রিমেক তৈরি করবেন পরিচালক। মেহুল আর বাবাই দা’র গল্প এবার সর্বভারতীয় স্তরে পৌঁছে দিতে চলেছেন তিনি। তবে ‘পরিণীতা’য় অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, গৌরভ চক্রবর্তীরা। হিন্দি রিমেকেও কি তাঁরাই থাকবেন?

শোনা যাচ্ছে, ‘পরিণীতা’র হিন্দি রিমেকে কাস্ট বদল হবে। এমনকি মুখ্য চরিত্রে দেখা যাবে না রাজ ঘরণী শুভশ্রীকেও। হ্যাঁ, ঠিকই শুনছেন। ব্লকবাস্টার ছবির হিন্দি রিমেক আসলেও, সেই ছবির অংশ নন শুভশ্রী। বরং ‘মেহুল’ হওয়ার দৌড়ে রয়েছেন বলিপাড়ার দুই জনপ্রিয় নায়িকা।

Parineeta bengali movie

রাজ মেহুল হিসেবে নতুন মুখ খুঁজছেন এবং এক বলি অভিনেত্রীকেই ছবিতে কাস্ট করতে চান। শোনা যাচ্ছে, ‘পরিণীতা’র হিন্দি রিমেকের মুখ্য চরিত্রের জন্য পরিচালকের পছন্দ আলিয়া ভাট এবং কৃতি শ্যাননকে। দুই নায়িকার সঙ্গে প্রাথমিক স্তরে কথাবার্তাও হয়েছে পরিচালকের। তবে জানা যাচ্ছে, আলিয়া যেহেতু অন্তঃসত্ত্বা, তাই এই মুহূর্তে নতুন কোনও প্রোজেক্ট হাতে নেবেন না রণবীর-ঘরণী। তাই শেষ পর্যন্ত মেহুল চরিত্রের জন্য শিকে ছিঁড়তে পারে কৃতির।

Kriti Sanon

টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, ‘পরিণীতা’র হিন্দি রিমেক নিয়ে রাজের এক বড় ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথাবার্তা বেশ অনেকটাই এগিয়েছে। তবে পরিচালক এখনও এই বিষয়ে মুখ খোলেননি। আপাতত স্ত্রী শুভশ্রী এবং ছেলে ইউভানকে নিয়ে জামাইকাতে ছুটি কাটাতে ব্যস্ত রাজ।