• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পরে নতুন করে প্রেমে পড়েছেন রাজ চক্রবর্তী! সোশ্যাল মিডিয়াতে নিজেই জানালেন সে কথা

Published on:

Raj Chakraborty in Love

শুভশ্রীর (Subhashree) সাথে বিয়ের আগে একাধিক নায়িকার সাথে রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সম্পর্কের গুঞ্জন শোনা যেত। কিন্তু সেসব এখন অতীত। সারাক্ষণ একে অপরকে একেবারে চোখে হারান এই সেলিব্রেটি দম্পতি। সেইসাথে তাঁদের জীবনে আসা নতুন অতিথি ইউভান (Yuvan) তো আছেই। সোশ্যাল মিডিয়ায় ছেলে ইউভান কে নিয়ে প্রায় মিষ্টি মিষ্টি ছবি পোস্ট করেন রাজ শুভশ্রী। সব মিলিয়ে বেশ ভালোই এগোচ্ছে রাজ শুভশ্রীর বিয়ের চাকা। কিন্তু হঠাৎ এ কি হল রাজের! আচমকাই সোশ্যাল মিডিয়ায় এক সুন্দরীর ছবি পোস্ট করে লিখে বসলেন ‘ভীষণ ভালোবাসি এই মহিলাকে’।

এই পর্যন্ত পড়ে পাঠকরা হয়তো ভাবছেন নতুন করে আবার কার আগমন ঘটলো পরিচালকের জীবনে। কিন্তু আসলে তেমন কিছুই না, স্ত্রী শুভশ্রীরই একটি ছবি শেয়ার করে নতুন করে প্রেম নিবেদন করেছেন রাজ। উত্তরে স্ত্রী শুভশ্রীও গদগদ হয়ে জানিয়েছেন ‘ভালোবাসি তোমাকে’। এদিন রাজ শুভশ্রীর একটি সেল্ফি পোস্ট করেছেন সেখানে তাঁকে ক্যামেরার দিকে তাকিয়ে পাউট করতে দেখা যাচ্ছে।

Raj Chakraborty in Love

ছবিতে দেখা যাচ্ছে শুভশ্রীর পরনে রয়েছে সবুজ রঙের সালোয়ার কামিজ। হাল্কা মেক আপ আর কার্ল করা চুলে দারুণ মানিয়েছিল অভিনেত্রীকে। আর বৌএর এই রূপ দেখেই হয়তো নতুন করে প্রেমে পড়েছেন তাঁর স্বামী রাজ চক্রবর্তী।

Subhashree

উল্লখ্য ২০১৮ সালের ১১ মে সাতপাকে বাঁধা পড়েছিল রাজ ও শুভশ্রী। দেখতে দেখতে তিন বছর হয়ে গিয়েছে তাঁদের বিয়ের। এখন তাঁদের বাড়িতে এসেছে ফুটফুটে সন্তান সন্তান ইউভান। কিন্তু মা হওয়ার পরেও শুভশ্রী যেভাবে ঘরের সাথে বাইরের কাজ সামলে চলেছেন তাতেই তিনি তাঁর স্বামী রাজের কাছে হয়ে উঠেছেন সুপার ওম্যান।

Subhashree শুভশ্রী Raj Chakraborty রাজ চক্রবর্তী

মা হওয়ার পর আর পাঁচজন সাধারণ মেয়ের মতোই শরীরের গঠনগত পরিবর্তন এসেছে শুভশ্রীরও। কিন্তু তা নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জঘন্য ট্রোলের মুখে পড়েছিলেন অভিনেত্রী । তবে ইতিমধ্যেই বেশ কিছুটা ওজন যদিও কমিয়েছেন শুভশ্রী। কিন্তু তাতেও তাঁকে নিয়ে বডি শেমিং কমেনি নিন্দুকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥