গতবছর থেকে শুরু করে এবছর লকডাউন আর করোনা মহামারীর জেরে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। কাজ চলে যাওয়ায় রীতিমত অসহায় হয়ে পড়েছে কোটি কোটি মানুষ। অনেকেই নিজের সঞ্চয়ের টাকা থেকে কোনোমতে চালাচ্ছিলেন সংসার কিন্তু দুর্মূল্যের বাজারে সঞ্চয় আর কতটুকু! সঞ্চয় ফুরিয়েছে অনেক আগেই এখন সামান্য খাবার আর বেঁচে থাকার জন্য সংঘর্ষ করছেন অনেকেই। এমনই এক অসহায় মহিলার আবেদনে সারা দীনেন টলিউডের পরিচালক তথা সাংসদ রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।
গত ২৯ শে মে রিতা ঘোষ নামের এক মহিলা সোশ্যাল মিডিয়া মাধ্যম টুইটারে একটি বার্তা শেয়ার করেন। সেখানে ওই মহিলা বিজয়ী সাংসদ রাজ চক্রবর্তীর উদ্দেশ্যে লেখেন, ‘রাজ দা আমার বাড়ি শ্যামনগর। আজ ২ মাস ধরে আমার স্বামীর কাজ নেই। আমরা ভাড়া থাকি। আমাদের ১ জনের জন্য দয়া করে যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারে তাহলে খুব ভালো হয়। কারণ, আমরা ভাড়া থাকি, অনেক মাসের ভাড়া বাকি পরে গেছে দিতে পারছি না’।
টুইটারের এই পোস্টটিতে ট্যাগ করায় নজরে পড়েছে রাজ চক্রবর্তীর। এরপর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাংসদ রাজ চক্রবর্তী। যদিও রাজ চক্রবর্তী বর্তমানে ব্যারাকপুরের এমএলএ তবে শ্যামনগরের মহিলাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল তিনি টুইটের উত্তরে বলেন, ‘নমস্কার রিতা, আমি তোমার বিষয়টা তোমাদের বিধায়ক সোমনাথ শ্যামদাকে বলেছি, উনি খুব ভালো মানুষ। উনি বলেছেন দেখে নিচ্ছেন।
Hi Rita,
আমি তোমার matter টা তোমাদের বিধায়ক Somnath Shyam দা কে বলেছি, উনি খুব ভালো মানুষ। উনি বলেছেন দেখে নিচ্ছেন। https://t.co/btiPFYiqQh— Raj chakrabarty (@iamrajchoco) June 2, 2021
এই প্রথম নয় এর আগেও বারাকপুর অঞ্চলে এক ব্যক্তি জল নিকাশি ব্যবস্থার দুর্দশা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। পরদিন সকালে টিম সহ সেখানে উপস্থিত হন রাজ চক্রবতী। সেখানে গিয়ে সমস্যা দেখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে আসেন। সেই দেখেই হয়তো এই মহিলা সাহায্যের আবেদন করেছিলেন রাজের কাছে। আর তার আবেদনে সাড়াও দিয়েছেন সাংসদ রাজ চক্রবর্তী।
প্রসঙ্গত, সাংসদ হবার পাশাপাশি বাবার দায়িত্বও বেশ পালন করছেন রাজ। সম্প্রতি ছেলে যুবানকে নিয়ে কিছু ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে নিজের প্রথম উপার্জনের টাকায় কেনা বাইকে ছেলে যুবানকে বসিয়ে ছবি তুলেছিলেন। তিনি জানান যে বাইকটি তিনি খুব যত্নে রেখেছেন আর ভবিষ্যতেও রাখবেন যুবানের জন্য।