• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লুকিয়ে প্রেম করছেন রাজ চক্রবর্তীর ভাগ্নি! রইল অভিনেত্রী সৃষ্টির প্রেমিকের আসল পরিচয়

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,সৃষ্টি পান্ডে,Srishti Pandey,অর্ণব বিশ্বাস,Arnab Biswas,সম্পর্ক,Relationship,টিভি অভিনেতা,Tv Actors

বাংলা সিরিয়ালের অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী হলেন সৃষ্টি পান্ডে (Shirsti Pandey)। ইতিমধ্যেই তিনি অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় টিভি সিরিয়ালে। তবে বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap)-এ। এই সিরিয়ালে নায়ক কৌশিক সেন ওরফে অরিন্দম রায়ের বোনের মেয়ে ডোনা চরিত্রে অভিনয় করছেন সৃষ্টি।

যদিও এর আগে তিনি নজর কেড়েছিলেন স্টার জলসার ‘ফ্যালনা’ সিরিয়ালে অভিনয় করে। টিভির পর্দায় এই সিরিয়াল শেষ হয়েছে অনেক আগেই। প্রসঙ্গত উল্লেখ্য সৃষ্টি অভিনীত এই দুটি সিরিয়ালই কিন্তু টলিউডের জনপ্রিয় প্রযোজক,পরিচালক রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থায় তৈরী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,সৃষ্টি পান্ডে,Srishti Pandey,অর্ণব বিশ্বাস,Arnab Biswas,সম্পর্ক,Relationship,টিভি অভিনেতা,Tv Actors

প্রসঙ্গত অনেকেই হতো জানেন বাংলা টেলিভিশনের এই পরিচিত অভিনেত্রী সৃষ্টি আসলে পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তীর ভাগ্নি। তাই অনেকেই বলে থাকেন সেই সুবাদে সৃষ্টি পরপর দুটি সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়েছেন। তবে গোধূলী আলাপ সিরিয়ালে এখনও পর্যন্ত সৃষ্টি অর্থাৎ ডোনার বিপরীতে কোনো নায়ক নেই।

তবে বাস্তবজীবনে কিন্তু চুটিয়ে প্রেম করছেন  রাজ চক্রবর্তীর ভাগ্নি সৃষ্টি। আর তার প্রেমিকও পেশায় একজন অভিনেতা। বাংলার মেগা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ তিনি। কথা হচ্ছে টেলি অভিনেতা অর্ণব বিশ্বাস সম্পর্কে। ইতিপূর্বে স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকে টিম টিমের চরিত্রে অভিনয় করেই চর্চায় এসেছিলেন এই অভিনেতা। যদিও ফেলনা শেষ হওয়ার পরে অর্ণবকে বৌমা একঘর সিরিয়ালেও অভিনয় করতে দেখা গিয়েছিল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,সৃষ্টি পান্ডে,Srishti Pandey,অর্ণব বিশ্বাস,Arnab Biswas,সম্পর্ক,Relationship,টিভি অভিনেতা,Tv Actors

টেলি পাড়ায় জোর গুঞ্জন ইদানিং এই অভিনেতার সাথে চুটিয়ে প্রেম করছেন ‘গোধূলি আলাপ’-এর ডোনা অভিনেত্রী  সৃষ্টি। এখনও পর্যন্ত অর্ণব কিংবা সৃষ্টি কেউই তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি ঠিকই। কিন্তু মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একে অপরের সাথে একগুচ্ছ ছবি শেয়ার করে থাকেন অর্ণব আর সৃষ্টি। সেইসব ছবিই অনুরাগীদের কাছে তাদের সম্পর্কের জল্পনা বাড়িয়ে তুলেছে। প্রসঙ্গত ‘ফেলনা’ ধারাবাহিকে একসাথে অভিনয় করতে গিয়েই সম্ভবত তাদের প্রেমের সূত্রপাত হয়েছিল বলে মনে করা হচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥