• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাফল্য কেমন লাগছে? প্রাক্তন মিমি চক্রবর্তীর উদেশ্যে প্রশ্ন রাজ চক্রবর্তীর

একসময় টলিউডের (Tollywood) জনপ্রিয় পরিচালক অভিনেত্রীর জুটি ছিল রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) জুটি। তাদের সম্পর্কের কথা অজানা ছিল না কারও কাছেই। কিন্তু আজ থেকে ৭ বছর আগে ২০১৬ সালে ব্রেকআপ (Break Up) হয়ে যায় তাদের। সেই বিচ্ছেদের কারণ আজও রয়েছে অধরা। যদিও টলিপাড়ার এই বহুচর্চিত প্রেম ভেঙে যাওয়ায় সেসময় কম চর্চা হয়নি।

তবে এখন সেসব অতীতকে পিছনে ফেলেই রাজ এখন এগিয়ে গিয়েছেন নিজের জীবনে। মিমির সাথে সম্পর্ক ভাঙার পরেই ২০১৮ সালে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে (Subhashree Ganguly) ভালোবেসে বিয়ে করেন পরিচালক। এখন বৌ আর একরত্তি ছেলে ইউভানকে নিয়ে ভরা সংসার তাঁর।

   

টলিউড,Tollywood,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,মিমি চক্রবর্তী,Mimi Chakraborty,ব্রেকআপ,Break Up,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly

তবে মিমির সাথে সম্পর্ক ভাঙার পরেই রাজ সেসময় হাজির হয়েছিলেন জি বাংলার জনপ্রিয় নন ফিকশন শো ‘অপুর সংসার’ (Apur Songsar) -এ। সেখানেই রাজের কাছে সঞ্চালক তথা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের প্রশ্ন ছিল তিনি যদি সাংবাদিক হতেন তাহলে সাংবাদিক হিসাবে মিমি চক্রবর্তীকে কী প্রশ্ন করতেন? উত্তর দেওয়ার আগে প্রথমে একটু ভাবনায় পড়ে যান রাজ।

টলিউড,Tollywood,রাজ চক্রবর্তী,Raj Chakraborty,মিমি চক্রবর্তী,Mimi Chakraborty,ব্রেকআপ,Break Up,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly

তারপরেই রাজের প্রশ্ন, ‘এই জায়গাটায় দাঁড়িয়ে কেমন লাগছে? যে জায়গাটায় ও রয়েছে, যে সাফল্য, যে সময়ের মধ্য়ে দিয়ে ও যাচ্ছে? অভিনেত্রী হিসাবে নিজেকে ও কীভাবে দেখছে?’ প্রসঙ্গত এই একই অনুষ্ঠানে এসে রাজের উদ্যেশ্যেও মিমির প্রশ্ন ছিল, ‘রাজ কবে শুভশ্রীকে বিয়ে করছে?’ প্রাক্তনের কৌতূহল মিটিয়ে অন ক্যামেরাই সেবার রাজ জানিয়েছিলেন, ‘বিয়ে করলে আমি কার্ডটা সবার প্রথম মিমিকেই পাঠাব’। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই পুরনো অনুষ্ঠানের একটি ভিডিও।

সেখানেই নতুন করে মন্তব্যে ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘দুজনের চোখেই অসম্ভব একটা বেদনা। হারানো ভালোবাসার মধ্যে বোধহয় এমনই কষ্ট লুকিয়ে থাকে’। আবার অনেকেই লিখেছেন, ‘মিমির কেরিয়ার আজ যে জাগয়ায় তার অনেকটাই রাজের জন্য’। প্রসঙ্গত অনেকেই হয়তো জানেন না শুভশ্রীকে বিয়ে করার আগেও একবার বিয়ে হয়েছিল রাজের। সেই বিয়ে ভাঙার পর রাজের নাম জড়িয়েছিল অভিনেত্রী পায়েল সরকারের সাথে। পরে তার সাথেও সম্পর্ক ভেঙে গিয়ে পরিচালকের ঘনিষ্ঠতা তৈরী হয়েছিল  মিমির সাথে।