• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বছর শেষে নাইট ক্লাবে ‘ফুর্তি’র মেজাজে রাজ – শুভশ্রী! নাচের সাথে চলল মদের ফোয়ারা

Published on:

Raj chakraborty Subhashree ganguly

সদ্য মা হয়েছেন টলিউড ডিভা শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। বাবা হয়ে দায়িত্ব বেড়েছে পরিচলক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-এরও। ছোট্ট ছেলে ইউভান (Yuvaan)-কে নিয়েই এখন অধিকাংশ সময় কাটাচ্ছেন রাজশ্রী জুটি।

subhashree ganguly raj chakraborty yuban শুভশ্রী গাঙ্গুলী রাজ্ চক্রবতী যুবান

ইউভানের জন্য আজকাল নিজেদের জন্য সময়ই পাননা তারকা জুটি। সদ্য ৩ মাসে পেরোলো খুদে। এখনই তো তাকে গড়ে তোলার সময়। প্রতিমুহূর্তেই বাবা-মায়ের দায়িত্ব খুব যত্নে পালন করে চলেছেন রাজ শুভশ্রী।

Raj chakraborty Subhashree Ganguly

তবে কতদিন আর নিজেদের ঘরে আটকে রাখা যায়? তাই বছর শেষে ফুরফুরে মেজাজে পার্টিতে মজলেন তারকা জুটি।

Raj chakraborty Subhashree Ganguly

বছর শেষে তাই একটু নিজেদের জন্য সময় বের করে শহরের বিখ্যাত নাইট ক্লাবে পৌঁছে গেলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজেদের সোশ্যাল মিডিয়ায় নিজেরাই তুলে ধরলেন সেই মুহুর্ত।

Raj chakraborty Subhashree Ganguly

ছবিতে দেখা যাচ্ছে, রাজ-শুভশ্রী বাদেও পার্টিতে উপস্থিত ছিলেন বিখ্যাত টলিউড নায়িকা পার্নো মিত্র (Parno mitra), সব্যসাচী পুত্র গৌরব চক্রবর্তী তার স্ত্রী ঋদ্ধিমা ঘোষ।

parno mitra

নাচা গানার পাশাপাশি চলেছে মদের ফোয়ারাও। বোঝাই যাচ্ছে এতদিন পর বেরিয়ে প্রাণখুলে মজা করেছেন তারকা দম্পতি।

Raj chakraborty Subhashree Ganguly

শুভশ্রী পরেছিলেন কালো শর্ট ড্রেস অন্যদিকে রাজ নিজেকে সাজিয়েছিলেন ধূসর রঙের ব্লেজারে। সব মিলিয়ে শহরের অভিজাত পাবেই জমিয়ে পার্টি করেছেন টলি পাড়ার একঝাঁক তারকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥