• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অতি লোভে তাঁতি নষ্ট! সুন্দরী হতে গিয়ে চিকিৎসকের ভুলে মুখে ঘা হয়ে গেল অভিনেত্রীর

razia wilson

দোষ ত্রুটি, ভুল ঠিক নিয়েই মানুষ। কোনো মানুষই কখনোই সম্পূর্ণ নিঁখুত হয়না। সে সাধারণ মানুষই হোক বা বিনোদন জগতের নায়িকারা। সকলের মধ্যেই থাকে কম বেশি খামতি। তবে সাধারণ মানুষের এসব নিয়ে না ভাবলেও চলে, কিন্তু নায়িকা কিংবা নায়কদের প্রতিনিয়তই নিজেদের সুন্দর রাখার দৌঁড়ে ছুটে চলতে হয়। তাই প্লাস্টিক সার্জারির সাহায্যও নিয়েছেন টলিউড থেকে বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা।

কেউ ঠোঁটের আকৃতি ঠিক করেছেন, তো কেউ করেছেন নাক চোখা, কেউবা স্তনের আকৃতি বৃদ্ধি করতেও সার্জারির সাহায্য নিয়েছেন। বলিউডের শ্রীদেবী থেকে অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া থেকে আয়েশা টাকিয়া সকলেই হয়ে উঠেছেন প্লাস্টিক সুন্দরী। নিজেদের রূপ বাড়াতে ত্বকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছুরি-কাঁচি চালাতেও দ্বিধাবোধ করেননি তারা।

razia wilson

কিন্তু এই সুন্দর হতে গিয়ে অনেকসময়ই ঘটে বিপত্তি। সুন্দর হতে গিয়ে উলটে আরোও বিগড়ে যায় চেহারা। কোনোভাবে চিকিৎসায় একটু ভুল চুক হলেই লাভের গুড় খেয়ে যেতে পারে পিঁপড়েতে। অর্থাৎ ডার্মাটোলজিক বা কসমেটোলজিক চিকিৎসা যদি ব্যর্থ হয় তাহলে তার ফল হয় মারাত্মক।

এ রকমই একটি মারাত্মক অভিজ্ঞতার শিকার হন দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির নায়িকা রাজিয়া উইলসন। চেহারার উপর ছুরি-কাঁচি চালাতে গিয়ে তার চেহারা পুরো বদলে গিয়ে হয়ে উঠল আরও কুৎসিত।

razia wilson

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে রাজিয়া জানান, জনৈক ডঃ ভৈরবী সেন্থিল নামক এক ডার্মাটোলজিস্টের কাছে ফেসিয়্যাল ট্রিটমেন্টের জন্য গিয়ে মুখের দুরাবস্থা হয়েছে তার। একটি ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর বাঁ চোখের নিচটা একেবারে ফুলে গিয়েছে।

রাজিয়া আরও জানালেন, ওই চিকিৎসক তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রীতিমতো জোর করেই তার চেহারা এমন হাল করেছেন! বর্তমানে ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥