• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও সর্বসমক্ষে সিগারেট ফুঁকতে শুরু করলেন রাইমা সেন!

রাইমা সেন,টলিউড,সিগারেট,সুচিত্রা সেন,মুনমুন সেন,Raima Sen,Tollywood,cigarette,smoking kills,Suchinta Sen

মা মুনমুন সেন, দিদিমা সুচিত্রা সেন এই ঐতিহ্যের বাহক হলেও নিজের অভিনয়ের দক্ষতা এবং ব্যক্তিত্ব দিয়েই টলিউডে নিজের আসন পোক্ত করেছেন অভিনেত্রী রাইমা সেন। একেরপর এক জনপ্রিয় সিনেমার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন রাইমা। ঋতুপর্ণ ঘোষ থেকে সৃজিত মুখার্জি প্রত্যেকের ছবিই একাধিকবার হয়ে উঠেছে রাইমা নির্ভর। ভাঙা ভাঙা বাংলা উচ্চারণেই তিনি মন জিতেছেন আপামর বাঙালির, তার চোখের জাদুতেও কাত ভক্তবৃন্দ।

হইচই সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্মে ছোট ছবি, ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করেছেন রাইমা সেন। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল সিনেমাতেও নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন অভিনেত্রী। বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে একাধিক সাহসী দৃশ্যেও। বড়পর্দায় তাকে শেষ দেখা গিয়েছিল সৃজিত মুখার্জি পরিচালিত ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে।

রাইমা সেন Raima Sen

টলিউডের এই অভিনেত্রী যে শুধু অভিনয়ে দক্ষ তা নয়। ছবিতে নিজের বোল্ড অ্যান্ড সেক্সী লুক দিয়ে পুরুষদের ঘায়েল করতেও বেশ পারদর্শী রাইমা। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় রাইমা সেন। আর সেখানে মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করেন। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পপুলার রাইমা, ১২ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে।

রাইমা সেন,টলিউড,সিগারেট,সুচিত্রা সেন,মুনমুন সেন,Raima Sen,Tollywood,cigarette,smoking kills,Suchinta Sen

সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই বোল্ড লুকে ধরা দেন অভিনেত্রী। কখনো ব্ল্যাক ওয়েস্টার্ন ড্রেসে সুপার বোল্ড লুকে হাজির হন রাইমা সেন। আবার কখনো আবার শুধুমাত্র অন্তর্বাস পরেই ফটোশুট করে সেই ছবি শেয়ার করেছিলেন রাইমা সেন। যা দেখে রীতিমত রাতে ঘুম ওড়ার জোগাড় হয়েছিল অভিনেত্রীর পুরুষ অনুগামীদের।

রাইমা সেন,টলিউড,সিগারেট,সুচিত্রা সেন,মুনমুন সেন,Raima Sen,Tollywood,cigarette,smoking kills,Suchinta Sen

 

তবে এবার অভিনেত্রী সাহসিকতার সমস্ত সীমা ছাড়িয়ে গেলেন, সম্প্রতি তিনি ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে গোলাপি অফশোল্ডার একটি ড্রেসে হাতে সিগারেট নিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন ‘স্মোকিং কিলস’ অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এহেন বক্তব্য ক্যাপশনে লিখেও অভিনেত্রীর সিগারেট খাওয়াটাকে মোটেই ভালো চোখে দেখেননি নেটনাগরিকরা। অনেকেই লিখেছেন, ‘ক্ষতিকর যখন খাচ্ছেন কেন’, আবার কেউ কেউ লিখেছেন, ‘এই ছবিটি ভালো নয়’, যদিও এসবে বিশেষ কান দেননি রাইমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥