• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধুই নয় সুপুরুষ, থাকতে হবে মোটা ব্যাঙ্ক ব্যালান্স! বিয়ের জন্য পাত্র খুঁজছেন রাইমা

Published on:

Raima Sen's condition for marriage

সুন্দরী অভিনেত্রী তো অনেকেই রয়েছেন। তবে রাইমা সেনের (Raima Sen) মতো এভারগ্রীন অভিনেত্রী টলিউড(Tollywood) ইন্ডাস্টিতে প্রায় নেই বললেই চলে। তিনি একদিকে যেমন সুন্দরী এবং সেইসাথে দারুন মোহময়ী। স্বয়ং মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) নাতনি তিনি। তাঁর মুখের ছাপ কিছুটা হলেও ফুটে ওঠে রাইমার মুখেও। তাই এই টলি সুন্দরীর সৌন্দর্য্যকে এড়িয়ে যাওয়ার সাধ্য নেই কারও।

কিন্তু জীবনের ৪৩ টা বসন্ত পেরিয়ে আজও অভিনেত্রীর রিলেশনশিপ স্ট্যাটাস ‘সিঙ্গেল’। এরইমধ্যে দেখতে দেখতে চলে এসেছে ভালোবাসার মাস ফ্রেব্রুয়ারি। প্রেমিক প্রেমিকাদের যা দারুন রোমান্টিক একটা সময়। এই মরশুমে চারদিকে বিয়েও হচ্ছে ধুমধাম করে। তাই বিয়ে নিয়ে কি চিন্তাভাবনা রয়েছে অভিনেত্রী রাইমা সেনের? সম্প্রতি এবিষয়ে জানার জন্যই যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে।

Suchitra Sen Raima Sen

আগে বিয়ের কথা উঠলেই তা সযত্নে এড়িয়ে যেতেন অভিনেত্রী। যদিও এদিন তেমনটা করলেন না। তবে কি খুব শিগগিরই বিয়ের ফুল ফুটতে চলেছে সুচিত্রা সেনের নাতনির? সেবিষয়ে না জানা গেলেও এদিন বিয়ের ইচ্ছা প্রকাশ করে অভিনেত্রী বললেন ‘আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’

তবে মনের মানুষ কেমন হওয়া চাই? তা জানতে চাইতেই অভিনেত্রীর সপাট জবাব ‘ভাল মানুষ চাই’। তবে কি শুধুই ভালো মানুষ? না ভাবার কোনো কারণ নেই কারণ এরপরেই অভিনেত্রীর সংযোজন, ‘আমার এমন এক জন মানুষ চাই যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাঙ্কে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না। যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড, কিন্তু আমি সিঙ্গল, সবাইকে বলতে চাই’। সর্বোপরি অভিনেত্রী জানিয়েছেন তাঁর একজন ভালো বন্ধু চাই।

রাইমা সেন,Raima Sen,টলিউড,Tollywood,সুচিত্রা সেন,Suchitra Sen,বিয়ে,Marriage,শর্ত,Condition,রক্তকরবী,Roktokorobi,ওয়েব সিরিজ,Web Series

এই মুহূর্তে টলিউড থেকে বলিউড উভয় ইন্ডাষ্ট্রিতেই অবাধ আনাগোনা অভিনেত্রীর। তবে বেশি কাজ নয় ভালো কাজ করে লক্ষ্য অভিনেত্রীর। এই যেমন সামনেই মুক্তি পেতে চলেছে রাইমা অভিনীত নতুন সাইকোলজিকাল থ্রিলার ‘রক্তকরবী’ (Roktokorobi)। এখনএই ওয়েব সিরিজের (Web Series) প্রচারের কাজেই ব্যস্ত রয়েছেন তিনি।

সেই প্রচারের ফাঁকেই এদিন অভিনেত্রী জানালেন ‘আমি একটু বেছে কাজ করি তাই আমায় অনেকে আনপ্রেডিক্টেবল ভাবে। কিন্তু আমি ভাল কাজ করার পক্ষপাতী। তাই তো অনেক দিন পর রক্তকরবী-তে কাজ করলাম। কী দারুণ চিত্রনাট্য’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥