• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাস্যময়ী শরীরে স্বল্প পোশাকের স্পষ্ট স্তনযুগল, টলি ডিভা রাইমা সেনের সুপার হট ছবি কাঁপাচ্ছে নেটপাড়া

Published on:

রাইমা সেন Raima Sen

রাইমা সেন (Raima Sen), টলিউডের জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। দীর্ঘদিন ধরে বহু ছবিতে অভিনয় করেছেন রাইমা সেন। চোখের বালি থেকে শুরু করে বাইশে শ্রাবণ দ্বিতীয়পুরুষ একাধিক টলিউড ছবিতে নিজের অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়েছেন অভিনেত্রী। এমনকি অভিনয়ের দক্ষতার জেরে টালিউড থেকে বলিউডেও পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। সর্বত্রই নিজের অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের।

রাইমা সেন Raima Sen

টলিউডের এই অভিনেত্রী যে শুধু অভিনয়ে দক্ষ তা নয়। ছবিতে নিজের বোল্ড অ্যান্ড সেক্সী লুক দিয়ে পুরুষদের ঘায়েল করতেও বেশ পারদর্শী রাইমা। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় রাইমা সেন। আর সেখানে মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করেন। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পপুলার রাইমা, ১২ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে।

রাইমা সেন Raima Sen

সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই বোল্ড লুকে ধরা দেন অভিনেত্রী। কখনো ব্ল্যাক ওয়েস্টার্ন ড্রেসে সুপার বোল্ড লুকে হাজির হন রাইমা সেন।

রাইমা সেন Raima Sen

আবার কখনো জালের পোশাকে লাস্যময়ী অবতার নিয়ে ছবি শেয়ার করেন।

রাইমা সেন Raima Sen

আবার শুধুমাত্র অন্তর্বাস পরেই ফটোশুট করে সেই ছবি শেয়ার করেছিলেন রাইমা সেন। যা দেখে রীতিমত রাতে ঘুম ওড়ার জোগাড় হয়েছিল অভিনেত্রীর পুরুষ অনুগামীদের।

রাইমা সেন Raima Sen

সাদা রঙের অন্তর্বাস আর  শর্টস পরে মোহময়ী চাহনিতেও রাইমার ছবি যেন তীরের মত বিঁধে যায় অনুগামীদের মনে।

রাইমা সেন Raima Sen

অভিনেত্রীর ছবি দেখে বোঝা মুশকিল যে ৪১ এ পা দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি রাইমা সেন একটি ভিডিও শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়াতে। যেখানে কালো অফ শোল্ডার পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে। রাইমার এই ভিডিও শেয়ার হবার পর থেকেই ধীরে ধীরে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

 

View this post on Instagram

 

A post shared by Raima Sen (@raimasen)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥