• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪৪তম বিবাহবার্ষিকীতে মা বাবাকে শুভেচ্ছা, অদেখা ছবি শেয়ার করলেন মুনমুন কন্যা রাইমা সেন

বাংলা ছবির মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) কন্যা  মুনমুন সেন (Munmun Sen)। মায়ের মত তিনিও একাধিক ছবিতে অভিনয় করে মন কেড়েছেন দর্শকদের। এমনকি মুনমুন সেনের দুই মেয়েও বিনোদন জগতে বেশ পরিচিত। একজন রাইমা সেন ও অন্যজন রিয়া সেন। সম্প্রতি মা বাবার বিবাহ বার্ষিকীতে অদেখা ছবি শেয়ার করে অ্যানিভার্সারি শুভেচ্ছা জানালেন রাইমা সেন (Raima Sen)।

আজ থেকে ৪৪ বছর আগে সুচিত্রা সেন কন্যা মুনমুন সেন বিয়ে করেন রাজপরিবারের ছেলে ভরত দেববর্মনকে। এদিন মা বাবার দুটি পুরোনো ছবি শেয়ার করেছেন রাইমা সেন। সাথে জানিয়েছেন বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। ছবিতে বাবা ভরত দেববর্মার (Bharat Devbarma) পাশেই দেখা যাচ্ছে মা মুনমুন সেনকে।

   

Raima Sen,Munmun Sen,রাইমা সেন,মুনমুন সেন,বিবাহবার্ষিকী,ভরত দেববর্মা,Bharat Devbarma

শেয়ার করা দুটি ছবির মধ্যে একটি ছবিতে স্বামী ভরত দেববর্মাকে পিছন থেকে জড়িয়ে ধরে রয়েছেন মুনমুন সেন। আরেক ছবিতে স্বামীর পাশেই বসে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আর পরনে রয়েছে স্লিভলেস টপ। উভয় ছবিতেই ভরতকে শার্ট ও ট্রাউজার পরে দেখা যাচ্ছে। ছবিগুলি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। ছবিতে নেটিজেনরা বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছাও জানিয়েছেন।

Raima Sen,Munmun Sen,রাইমা সেন,মুনমুন সেন,বিবাহবার্ষিকী,ভরত দেববর্মা,Bharat Devbarma

প্রসঙ্গত, মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা হয়েও খুব সাধারণভাবেই বড় হয়ে উঠেছিলেন মুনমুন সেন। এলাহী কোনো সুযোগ সুবিধা ছিল না তাঁর জীবনে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘মায়ের জীবনে কোনো চাহিদা ছিল না। এক থাকতেই ভালোবাসতেন,  তবে এমন নয় যে কারোর সাথে দেখা করতেন না। বরং ইন্টারেষ্টিং লোকের সাথে কথা বলতে ভালোবাসতেন। সেই একই স্বভাব পেয়েছি আমি ও আমার দুই মেয়ে।’

Raima Sen,Munmun Sen,রাইমা সেন,মুনমুন সেন,বিবাহবার্ষিকী,ভরত দেববর্মা,Bharat Devbarma

জন্মের পর থেকেই সিনেমার পরিবেশে বড় হয়ে উঠেছেন মুনমুন সেন। তাই ছবির জগতে আসার ইচ্ছা ছিলই। পরবর্তীকালে বড় হয়ে বাংলা ছবি তো বটেই হিন্দি, তামিল তেলেগু এমন একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন অভিনেত্রী। প্রায় ৬০ টিরও বেশি সিনেমা ও ৪০টার মত নাটকে দেখা গিয়েছে তাকে।