• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অক্সিজেন না পেয়ে প্রয়াত রাহুল! মৃত্যু শয্যায় শুয়ে ইউটিউবারের ‘শেষ’ ভিডিও ভাইরাল

করোনার (Coronavirus) লাগাতার আক্রমণে ত্রাহি ত্রাহি রব দেশ জুড়ে। ইতিমধ্যেই অক্সিজেন (Oxygen Crisis) ও কোভিড-শয্যার (Covid Bed) অভাবে নাকাল রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনরা। রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অক্সিজেন না পেয়ে প্রিয়জনকে হাতের উপরেই মরতে দেখছেন অসংখ্য মানুষ। সংক্রমণ যে হারে বাড়ছে তা সামাল দেওয়ার মতো উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো এদেশে নেই, তাই রোজই চারিদিক থেকে ভেসে আসছে হাহাকার।

সম্প্রতি কোভিডে প্রয়াত জনপ্রিয় ইউটিউবার রাহুলের একটি ভিডিও নগ্ন করে দেখিয়ে দিয়েছে দেশের আসল স্বাস্থ্য পরিকাঠামো। কতটা করুণ পরিস্থিতিতে, অসহায়তার সঙ্গে রোজ এদেশে অক্সিজেন না পেয়ে করোনার প্রকোপে মারা যাচ্ছে মানুষ তারই জ্বলন্ত উদাহরণ রাহুলের এই ভিডিও।
তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, যদি সময়ে অক্সিজেন পেতেন তাহলে হয়ত এভাবে অকালে তাকে পৃথিবী ছাড়তে হত না।

   

rahul vohra jyoti tiwari

মৃত্যুর আগে পর্যন্তও অক্সিজেনের জন্য আকুল ভাবে আকুতি জানিয়ে গিয়েছেন ইউটিউবার। মৃত্যু শয্যায় শুয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে উল্লেখ করে তার কাতর আবেদন, “ভালো চিকিৎসা পরিসেবা পেলে হয়তো আমি বেঁচে যেতাম”! স্বভাবতই তার এই ভিডিও সরকারের বিরুদ্ধে তুলে দিয়েছে এক কঠিন প্রশ্ন।

 

 

View this post on Instagram

 

A post shared by Jyoti Tiwari (@ijyotitiwari)

রাহুলের স্ত্রীয়েরও দাবি চিকিৎসার গাফিলতির জন্য এবং সরকারের অপারগতার কারণেই আজ রাহুল নেই। এই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “রাহুলের জন্য ন্যায় বিচার চাই। আমার রাহুল চলে গিয়েছে এটা সবাই জানেন। কিন্তু কীভাবে চলে গেল এটা কেউ জানে না। দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতাল। এভাবেই চিকিৎসা হয় ওখানে। আশা করছি আমার স্বামী ন্যায় বিচার পাবে। আর একজন রাহুলকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে না।”

site