টিভির পর্দায় নতুন সিরিয়াল আসা মানেই কোপ পরে পুরনো সিরিয়ালের ওপর। গত এক বছরে একের পর এক শুরু হয়েছে বেশ কিছু নতুন সিরিয়াল। আর নতুন সিরিয়াল আসার সাথে সাথে শেষ হয়েছে একাধিক পুরোনো সিরিয়াল। টিআরপি কম থাকলে কিংবা সিরিয়ালের গল্পে একঘেয়েমি চলে আসলে অল্প দিনের মধ্যে হলেও বন্ধ করে দেওয়া হচ্ছে একাধিক সিরিয়াল।
এমনও অনেক সিরিয়াল আছে যার বয়স অল্প হলেও কম টিআরপির কারণে তা শেষ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। সদ্য প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। নতুন এই সিরিয়ালের প্রমো প্রকাশ্যে আসতেই তা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে। কবে থেকে সিরিয়াল শুরু হবে এখন থেকেই তা জানার জন্য দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
এরই মধ্যে শোনা যাচ্ছে কম টিআরপির কারণে এবং সিরিয়ালের গল্পে একঘেয়েমি চলে আসার কারণে বন্ধের মুখে জি বাংলার নতুন সিরিয়াল উমা। এই সিরিয়ালের বয়স কিন্তু বেশিদিন নয়। কিন্তু দিনে দিনে গতি হারাচ্ছে সিরিয়ালের গল্প। এই কারণেই দর্শক মহলে এখন আর সেইভাবে ছাপ ফেলতে পারছে না এই সিরিয়াল।
তাছাড়া এখনকার দিনে অহেতুক সিরিয়ালের গল্প টেনে টেনে বড় করা হয় না। এই সিরিয়ালের ক্ষেত্রেও তেমনটাই হতে চলেছে বলে খবর। তবে এর থেকেও বেশি অবাক হয়েছেন দর্শক অন্য একটি সিরিয়াল শেষ হয়ে যাওয়ার খবরে। পরকীয়া কিংবা সাংসারিক কূটকচালি নয় একেবারে ভিন্ন স্বাদের সেই সিরিয়ালও পছন্দ হলো না দর্শকদের।
শোনা যাচ্ছে কম টিআরপির কারণে এবার শেষের পথে জি বাংলার ‘লালকুঠি’ (Lalkuthi) সিরিয়ালে। শুরুটা করা হয়েছিল অত্যন্ত ধুমধাম করে। বাংলা টেলিভিশন জগতের দুই জনপ্রিয় জুটি রাহুল রকমকে দেখা যাচ্ছে এই সিরিয়ালে। দর্শক মহলে তাদের জুটির জনপ্রিয়তার কথা ভেবেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি রাহুল (Rahul) রুকমাকে (Rooqma) নায়ক নায়িকা করা হয়েছিল।
চ্যানেল কর্তৃপক্ষ প্রথমে ভেবে ছিলেন স্টার জলসার ‘দেশের মাটি’ সিরিয়ালের রাম্পিয়ান জুটিকে পর্দায় ফিরিয়ে এনে ব্যাপক সাড়া পাবেন তারা।কিন্তু তা সম্ভব হয়নি এই সিরিয়ালে। তাদের কেমিস্ট্রি সেই ভাবে ফুটে ওঠেনি পর্দায়।তাই খবর সব মিলিয়ে এবার শেষের পথে জি বাংলার রহস্যের রোমাঞ্চে ভরা সিরিয়াল লালকুঠি। অন্তত সুত্রের খবর তেমনটাই বলছে।