বিনোদনসিরিয়াল

হিন্দু হয়ে মুসলিমদের সাথে ইফতারি! নেটিজেনদের কটাক্ষের যোগ্য জবাবে ধুয়ে দিলেন প্রীতি

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় সেলিব্রেটি জুটি হলেন অভিনেতা রাহুল মজুমদার এবং অভিনেত্রী প্রীতি বিশ্বাস (Rahul Majumdar & Prity Biswas)। অর্থাৎ কথা হচ্ছে টেলিভিশনের ‘হরগৌরি পাইস হোটেল’-এর শংকর এবং বালিঝড় সিরিয়ালের পলি ম্যাডামের।

সম্প্রতি একেবারে অন্য একটি বিষয়কে কেন্দ্র করে শিরোনামে এসেছেন এই সেলেব দম্পতি। আসলে সম্প্রতি পরিচিতদের সাথে বসে ইফতারি করেছেন রাহুল প্রীতি। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন এই সেলেব কাপল।

Rahul Majumdar Prity Biswas Big Decission

এদিন ইনস্টাগ্রামে প্রীতি একটি ভিডিও শেয়ার করেছিলেন এই দম্পতি। সেখানে দেখা যাচ্ছে দুজনের সামনে সাজানো রয়েছে নানারকম ফল আর জুসের গ্লাস। সেই ভিডিওর সাথে অভিনেত্রী জুড়ে দিয়েছিলেন বাজরাঙ্গি ভাইজানের ভর দো ঝলি মেরি গান। এই ভিডিও দেখে যেমন সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা টেনে এই জুটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা।


তেমনি আবার অনেকে ধর্ম টেনে এনে আক্রমণ করে নানারকম মন্তব্য করেছেন রাহুল প্রীতিকে। একজন লিখেছেন ‘মুসলিমদের তো কখনও দেখিনা হিন্দুদের উৎসব নিয়ে বাড়াবাড়ি করতে। আপনাকে এখনই আনফলো করলাম’। একজন আবার খোঁচা দিয়ে লিখেছেন ‘আপনি মুসলিম কবে ছিলেন? জানা ছিল না তো!’

এখানেই শেষ নয় আবার কেউ লিখেছেন ‘হিন্দুদের নামে কলঙ্ক ধর্ম বদলে ফেলুন!’ লাগাতার এই ধরনের মন্তব্যের মুখে পড়ে শেষ পর্যন্ত একসময় ধৈর্যের বাঁধ ভেঙে অভিনেত্রীর। আর তাই লাইভে আসেন অভিনেত্রী। সেখানে নিন্দুকদের এক হাত নিয়ে প্রীতির সপাট জবাব ‘এত বাজে বাজে মন্তব্য করেছেন আপনারা আগে নিজেদের মানসিকতা পরিষ্কার করুন তারপর আমাকে যার ধর্ম বোঝাতে আসবেন’।

 

View this post on Instagram

 

A post shared by Prity Biswas (@iamprity11)


নিন্দুকদের উদ্দেশ্যে অভিনেত্রীর পরামর্শ ‘নিজেদের মধ্যে বদল আনুন। আমি ওদের সঙ্গে বসে ইফতারি করেছি বলে অসুবিধাটা কোথায়? একটা খেজুর খেয়েছি বলে আমার জাত চলে গেল?’ অভিনেত্রীকে এদিন আনফলো করার হুঁশিয়ারি দিয়েছিলেন অনেকে। তাদের উদ্দেশ্যে প্রীতি জানান ‘আপনাদের আমি ব্লক করে দিয়েছি। আমি চাইনা আমার প্রোফাইলে এমন নোংরা মানসিকতার লোকজন থাকুক’।

Back to top button