• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আগেও এসেছিল সুযোগ, সিরিয়ালের জন্য যেতে পারেননি, এবার বলিউডে পাড়ি দিচ্ছেন রাহুল দেব বোস

Published on:

রাহুল দেব বোস,Rahul Deb Bose,কাজল আগারওয়াল,Kajal Agarwal,বলিউড,Bollywood

বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় একজন টেলি অভিনেতা হলেন রাহুল দেব বোস (Rahul Deb Bose)।‘বাজল তোমার আলোর বেনু’ থেকে শুরু করে ‘ভজো গোবিন্দ’, ‘প্রথমা কাদম্বিনী’র মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তবে কোনোটাই গতে বাধা চরিত্র নয়। বরাবরই রাহুল অভিনীত চরিত্র নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করতে দেখা  গিয়েছে নির্মাতাদেরও ।

তবে শুধু ছোট পর্দাতেই নয় বড়পর্দাতেও অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে রাহুলের। খলনায়কের চরিত্র করেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন রাহুল। তার এই সাবলীল অভিনয় দক্ষতার জন্যই বোধহয় নির্মাতারাও তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। সম্প্রতি টিভি নাইন বাংলার সাথে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন এই মুহূর্তে ছোট পর্দা থেকে সাময়িক বিরতি নেওয়ার চিন্তাভাবনা রয়েছে তাঁর।

রাহুল দেব বোস,Rahul Deb Bose,কাজল আগারওয়াল,Kajal Agarwal,বলিউড,Bollywood

তাঁর  লক্ষ্য অভিনেতা হিসাবে নিজেকে আরো বেশি উন্নত করে তোলা। তাই আপাতত সেই প্রস্তুতি নিতেই ব্যস্ত রয়েছেন তিনি। অভিনেতার লক্ষ্য রয়েছে বলিউডেও (Bollywood) পাড়ি দেবেন তিনি। নিজেকে আরও ভালোভাবে প্রশিক্ষিত করে তুলতে চান রাহুল তারপরে তিনি পাড়ি দেবেন দিতে চান মুম্বাইতে। কিন্তু সিরিয়ালের কাজে যুক্ত থাকলে অনেক কাজও হাতছাড়া হয়ে যাচ্ছে তার।

রাহুল দেব বোস,Rahul Deb Bose,কাজল আগারওয়াল,Kajal Agarwal,বলিউড,Bollywood

তাই আপাতত ছোট পর্দা থেকে বিরতি নিয়ে নিজের লক্ষ্যে মনোনিবেশ করতে চাইছেন অভিনেতা। কথায় কথায় অভিনেতা জানিয়েছেন একবার নাকি তার কাছে মুম্বাই থেকে কাজের অফার এসেছিল। সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী কাজল আগারওয়ালের (Kajal Agarwal) সাথে অভিনয়ের।  কিন্তু সেসময় একটা সিরিয়ালে অভিনয় করার জন্য ইচ্ছা থাকলেও সেই সুযোগ হাতছাড়া করতে হয়েছিল অভিনেতাকে।

রাহুল দেব বোস,Rahul Deb Bose,কাজল আগারওয়াল,Kajal Agarwal,বলিউড,Bollywood

সেই দুঃখ আজও ভুলতে পারেননি তিনি। যার জন্য সে সময় বেশ কিছুদিন নাকি মন খারাপও ছিল অভিনেতার। তাই তিনি ঠিক করেছেন এভাবে চলতে পারেনা, কাজের অফার আসলে এইভাবে তিনি আর হাতছাড়া করবেন না।  তাই আপাতত তিনি প্রশিক্ষণ নিচ্ছেন দামিনী বেনি বসুর কাছে। অভিনেত্রীই  তাকে গড়ে পিঠে নিচ্ছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥