• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যি সত্যিই প্রেম করছেন পর্দার রাজা-মাম্পি? ভ্যালেন্টাইন্স ডে’তে ফের একসাথে দেখা যাবে রাহুল রুকমাকে

‘স্টার জলসা’র (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’ (Desher Mati) শেষ হয়ে গেলেও আজও দর্শকদের কাছে রোমান্টিক জুটি হিসেবে বেজায় জনপ্রিয় রাজা – মাম্পি চরিত্র দুটি। এই সিরিয়ালে রাজার চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) এবং মাম্পির চরিত্রে অভিনয় করেছিলেন রুকমা রায় (Rooqma Ray)। টিভির পর্দায় তাঁদের সম্পর্কের রসায়ন এক অন্য মাত্রা পেয়েছে তা বলাই বাহুল্য। তাই ধারাবাহিক শেষ হয়ে গেলেও তাদের প্রেমের রসায়ন কিন্তু এখনও এক্কেবারে অক্ষত রয়েছে।

বাংলা সিনেমা থেকে সিরিয়াল বিনোদন জগতের সর্বত্র চুটিয়ে অভিনয় করে চলেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। নিজের অভিনয় দক্ষতার জোরেই দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন রাহুল। তাই পান থেকে চুন খসলেই প্রেম হোক কিংবা বিয়ে প্রিয় অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কৌতুহলী দর্শক।

   

Rahul Arunoday Banerjee,rooqma roy,desher mati,valentines day,রাহুল ব্যানার্জি,রুকমা রায়,দেশের মাটি

প্রথমে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ তারপর সন্দীপ্তার সাথে প্রেমের গুঞ্জনের পর মাম্পি অভিনেত্রী রুকমা রায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়েও কিন্তু রয়েছে নানান জল্পনা৷ অনেকে তো ভাবেন সত্যি সত্যিই বুঝি প্রেম করেন রাহুল রুকমা। তবে এটা ভাবার কারণ যে একেবারেই নেই তাও কিন্তু নয়, কেননা পর্দার বাইরে বাস্তবেও রাহুল রুকমার দারুণ সম্পর্ক। সুযোগ পেলেই তারা একসাথে দারুণ সময় কাটান।

তবে এবার কি জল্পনাই সত্যি হতে চলেছে? এই আগুনে ঘি ঢেলেছে রাহুলের সাম্প্রতিক একটি পোস্ট। যেখানে অভিনেতা রুকমার সাথে হাসি মাখা একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘সবই ১৪ ফেব্রুয়ারি (পড়ুন ভ্যালেনটাইন ডে) উপলক্ষে!’ প্রশ্ন উঠছে তবে কি প্রেম দিবসেই নিজেদের সম্পর্কে শিলমোহর দেবেন রাহুল রুকমা?

Rahul Arunoday Banerjee,rooqma roy,desher mati,valentines day,রাহুল ব্যানার্জি,রুকমা রায়,দেশের মাটি

যদিও রুকমা বেশ ডিপ্লোমেটিক ভাবেই এই প্রশ্নের উত্তর দিয়ে জানিয়েছেন, ‘‘হ্যাঁ, প্রেমদিবসে আমাদের দেখা যাবে একসঙ্গে। তবে একটি সংবাদ মাধ্যমে ডাকে। সেখানেই সাক্ষাৎকার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। যেটি সম্প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি। রাহুলদা সে কথাই লিখেছে।’’ বরং রুকমা আরও রাগান্বিত কন্ঠে জানান, “আমাদের নিয়ে এখনও ভুয়ো খবর হয়। আমি আর রাহুল দা নাকি একসাথে বেড়াতে গিয়েছি। কিন্তু আমি ‘গার্ল গ্যাং’ এর সাথে আর রাহুল দা নিজের মতো গিয়েছে। তবু আমাদের নিয়ে চর্চা হল।