বলিউড থেকে টলিউড বিনোদন জগতে বিচ্ছেদের খবর যেন জলভাত। তাই গতকাল যারা ছিলেন ইন্ডাস্ট্রির মোস্ট হ্যাপেনিং কাপল, আজ তাদের মধ্যে অনেকেই হয়ে গিয়েছেন প্রাক্তন জুটি। ইন্ডাস্ট্রিতে সম্পর্ক ভাঙা – গড়ার এমন অসংখ্য উদাহরণ রয়েছে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির এমনই এক বহু চর্চিত প্রাক্তন সেলিব্রেটি দম্পতি হলেন অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী (Rahul Arunodoy Banerjee) এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarcar)।উল্লেখ্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মাইলস্টোন সিনেমা হল ‘চিরদিনই তুমি যে আমার’।
এই ছবিতেই রাহুলের বীপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সেসময় সিনেমাহলে এই সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে একপ্রকার ঝড় উঠেছিল। ছবির গান থেকে গল্প সবকিছুই সুপারহিট হয়েছিল দর্শকমহলে। রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিচালনায় প্রথম ছবিতেই রাহুল-প্রিয়াঙ্কার তুখোড় অভিনয় মন ছুঁয়েছিল দর্শকদের। সিনেমায় তাদের মিল দেখা না গেলেও, পর্দার সেই প্রেম গড়িয়েছিল বাস্তবেও। অল্প বয়সের সেই প্রেম গড়িয়েছিল বিয়ের মন্ডপ অবধিও। সেসময় শোনা গিয়েছিল বাড়ির লোকের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই রাহুল কে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা।
বিয়ের পর সুখে শান্তিতে বেশ ভালোই দিন কাটছিল তাদের। দেখতে দেখতে তাদের কোল আলো করে আসে একমাত্র ছেলে সহজ। এরপর আচমকাই ছন্দপতন। হঠাৎই চীড় ধরে রাহুল প্রিয়াঙ্কার সুখের সংসারে । সম্পর্কের টানপোড়েনের জেরে দাম্পত্য জীবনে ইতি টানেন দুজনেই। বর্তমানে ছাদ আলাদা হলেও একমাত্র ছেলে সহজের কথা ভেবেই হয়তো এখনও আইনি বিচ্ছেদ করেননি রাহুল প্রিয়াঙ্কা। একমাত্র ছেলের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন দুজনেই। বিচ্ছেদের পর থেকেই তাদের দুজনের সাথেই জড়িয়েছে নতুন প্রেমিক প্রেমিকার। তবে সমস্ত জল্পনা উড়িয়ে এখনও তারা শুধুই সহজের মা বাবা হয়েই রয়ে গিয়েছেন।
আর এবার খুব শিগগিরই একই সিনেমার হাত ধরে একসাথে হাতেখড়ি হতে চলেছে বাবা ছেলের। আসলে খুব শিগগিরই সিনেমা তৈরি করতে চলেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার এই আসন্ন ছবির নাম ‘কলকাতা ৯৬’ (Kolkata 96)। জানা গেছে রাহুলের পরিচালিত প্রথম ছবিতেই প্রথমবার অভিনয় করতে দেখা যাবে রাহুলের ছেলে সহজকে। ছবিতে ঋত্বিক চক্রবর্তী থাকছেন বলে জানা গেছে।
সম্প্রতি এ প্রসঙ্গে রাহুল জানিয়েছেন “আসলে প্রিয়াঙ্কা স্ক্রিপ্টটা পড়ে খুব মজা পেয়েছিল, আর সহজ তো অতটা বোঝে না ও বলেছে আমি করব ব্যাস।” এছাড়া জানা গেছে তিন দিনের গল্প নিয়ে তৈরি রাহুলের এই সিনেমায় একজন নারী চরিত্রও রয়েছেন। তাই অনুরাগীদের মনে প্রশ্ন আসে সেই চরিত্রে কোনাভাবে প্রিয়াঙ্কাকে দেখা যেতে পারে কিনা তা নিয়ে। তবে এবিষয়ে রাহুল স্পষ্ট জানিয়ে দিয়ে বলেছেন ‘না, এই ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে না, মাথায় অন্য একজন রয়েছেন। আসলে প্রিয়াঙ্কা আমার প্রিয় অভিনেত্রী পরবর্তী এমন কোন স্ক্রিপ্ট লিখলে নিশ্চই কাজ করব।’