• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে সহজ হল রাহুল প্রিয়াঙ্কার সম্পর্ক! বিচ্ছেদ ভুলে এক ছাদের নীচে প্রাক্তন জুটি

Published on:

Rahul Priyanaka Marriage Relationship Sohoj

টলিউডের (Tollywood) এক সমযয়ের হিট জুটি হলেন অভিনেতা রাহুল অরুণদের বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Rahul Arunodoy Banerjee & Priyanka Sarcar)। সুপারহিট বাংলা সিনেমা (Bengali Cinema) ‘চিরদিনই তুমি যে আমার’। এই ছবিতেই রাহুলের বীপরীতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা।

প্রথম ছবিতেই রাহুল-প্রিয়াঙ্কার তুখোড় অভিনয় মন ছুঁয়েছিল দর্শকদের। তবে সিনেমায় তাঁদের মিল দেখা না গেলেও, পর্দার সেই প্রেম গড়িয়েছিল বাস্তবে। অল্প বয়সের সেই প্রেম গড়ায় বিয়ের মন্ডপ অবধি। সেসময় শোনা গিয়েছিল বাড়ির লোকের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই রাহুল কে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা।

টলিউড,Tollywood,রাহুল অরুণদের বন্দ্যোপাধ্যায়,Rahul Arunodoy Banerjee,প্রিয়াঙ্কা সরকার,Priyanka Sarcar,সহজ,Sohoj,সম্পর্ক,Relationship,বিচ্ছেদ,Separation,বাতিল,Cancel

বিয়ের পর সুখে শান্তিতে বেশ ভালোই দিন কাটছিল তাঁদের। দেখতে দেখতে তাদের কোল আলো করে আসে একমাত্র ছেলে সহজ। এরপর আচমকাই ছন্দপতন। ছেলে সহজ হওয়ার পর থেকেই জটিলতা বেড়েছিল রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্কে।

টলিউড,Tollywood,রাহুল অরুণদের বন্দ্যোপাধ্যায়,Rahul Arunodoy Banerjee,প্রিয়াঙ্কা সরকার,Priyanka Sarcar,সহজ,Sohoj,সম্পর্ক,Relationship,বিচ্ছেদ,Separation,বাতিল,Cancel

হঠাৎই চীড় ধরে রাহুল প্রিয়াঙ্কার সুখের সংসারে। দুজনের মাঝে সম্পর্কের তিক্ততা বাড়তে থাকায় একসময় ছাদ আলাদা হয়ে যায় তাঁদের। এমনকি একসময় প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করতেও দেখা গিয়েছিল তাঁদের। তবে একমাত্র ছেলে সহজের কথা ভেবেই গত বছর থেকে একটু একটুকরে দূরত্ব কমতে শুরু করেছিল রাহুল প্রিয়াঙ্কার।

পুজো,দোল কিংবা অন্যান্য উৎসব অনুষ্ঠানের দিনে এক ফ্রেমে দেখা গিয়েছে সহজের মা-বাবা রাহুল প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কার জন্মদিনে রাহুলের রংমিলান্তি করে পোশাকপড়ার বিষয়টিও নজর এড়ায়নি করও। তাই বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, বিচ্ছেদ ভুলে আবার এক হয়েছেন তাঁরা। আর এবার এই খবরেই সিলমোহর দিলেন খোদ অভিনেতা রাহুল।

Rahul Arunoday Banerjee Priyanka Sarkar

বিচ্ছেদের মামলা প্রত্যাহার করার কথা জানিয়ে আনন্দবাজার অনলাইনে রাহুল বলেছেন ‘হ্যাঁ মামলাটা চলছিল অনেক দিন ধরে, প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’ মন কষাকষি মিটিয়ে এক হওয়া প্রসঙ্গে রাহুল বলেছেন, ‘হ্যাঁ,এখনও শিফ্‌ট করিনি, তবে খুব শীঘ্রই থাকব একসঙ্গে।’ যদিও এই সিদ্ধান্ত যে ছেলে সহজের কথা ভেবেই নেওয়া, সেকথাও জানাতে ভোলেননি অভিনেতা। অন্যদিকে মা-বাবা দুজনের সাথেই থাকতে পারবে জানার পর থেকে বেজায় খুশি ছোট্ট সহজও।

Rahul Priyanka Diwali celebration

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৮ সাল থেকেই কোর্টে তাঁদের এই মামলা চলছিল। মাঝের এই কয়েক বছরে বদল এসেছে অনেক। এরইমধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে ছিল মামালার তারিখ। কিন্তু দুজনের কেউই হাজিরা না দেওয়ায় মামলার শুনানির তারিখ ধার্য হয় মার্চ, এপ্রিল ও জুলাইতে। তবে এবার বিরোধ মিটিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন দু’পক্ষ। তবে এই বিচ্ছেদ মামলা প্রত্যাহারের বিষয়ে এখনও পর্যন্ত প্রিয়াঙ্কার কোনো  প্রতিক্রিয়া মেলেনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥