• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘চিরদিনই তুমি যে আমার’র স্মৃতি ফিরিয়ে ‘হরগৌরী পাইস হোটেলে’ কামব্যাক রাহুলের

Published on:

Rahul Arunodoy Banerjee comeback in Horogouri Pice Hotel in Chirodini Tumi J Amar Mad Look
এই মুহূর্তে জনপ্রিয় বাংলা সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম হল স্টার জলসার (Star Jalsha)  ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)। ধারাবাহিকে নায়ক শংকরের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রাহুল মজুমদার (Rahul Majumdar)। অন্যদিকে তার বিপরীতে নায়িকা ঐশনীর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী শুভস্মিতা মুখার্জিকে (Suvashmita Mukherjee)।

উল্লেখ্য এটাই টেলিভিশনের পর্দায় শুভস্মিতার প্রথম সিরিয়াল। একান্নবর্তী বাঙালি পরিবারের গল্প নিয়ে তৈরী এই সিরিয়ালে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে একেবারে বাস্তব জীবনের ছবি। শংকর ঐশানির সুখ দুঃখের এই সংসারে একদিকে যেমন আছেন মহেশ্বরী দেবীর মতো বড় মনের মানুষ তেমনি রয়েছে মিতালির মত খলনায়িকাও।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Horogouri Pice Hotel,হরগৌরী পাইস হোটেল,Shankor,শংকর,Oishani,ঐশানী,New Charector,নতুন চরিত্র,Rahul Arunoday Banerjee,রাহুল অরুণোদয় ব্যানার্জী

উল্লেখ্য ধারাবাহিক শুরুর আগে অনেকেই মনে করেছিলেন এই সিরিয়ালের হাত ধরেই আরো একবার টেলিভিশনের পর্দায় ফিরছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘তোমায় আমায় মিলে’র দ্বিতীয় সীজন। কিন্তু ধারাবাহিকের গল্প এগোনোর সাথে দর্শকরা বুঝেছেন ধরনটা একই হলেও একেবারে নতুন আঙ্গিকে, নতুন বিষয়বস্তু নিয়ে শুরু হয়েছে এই সিরিয়াল।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Horogouri Pice Hotel,হরগৌরী পাইস হোটেল,Shankor,শংকর,Oishani,ঐশানী,New Charector,নতুন চরিত্র,Rahul Arunoday Banerjee,রাহুল অরুণোদয় ব্যানার্জী

তাই সময়ের সাথে সাথেই দর্শকমহলে বেড়ে চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। প্রসঙ্গত টিভির পর্দায় অল্পদিনেই  শংকর ঐশানি-র জুটিটা বেশ জনপ্রিয়তা পেয়েছে। আজকের যুগের আধুনিক তথা ‘ইস্মার্ট মেয়ে’ ঐশানির সাথে দারুন মিষ্টি সম্পর্ক তার শাশুড়িমা-রও। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন কিছুদিন আগেই ধারাবাহিকে এসেছে নতুন চরিত্র ফুলি।

আর এই ফুলির পর এবার সিরিয়ালে আসতে চলেছে আরও একটি নতুন চরিত্র। আজই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে ঐশানির সাথে বাড়িতে ঢুকছে একজন পাগল। যার মাথার ঠিক নেই। সামান্য খাবারের জন্য রাস্তার লোকের কাছে মার্ খাচ্ছিলো। তাই তাকে বাড়ি ডেকে এনেছে ঐশ্যানি। এরপরেই দেখা যাচ্ছে খাওয়ার পাত থেকেই বড়ো একটা মাছের মাথা তুলে নিয়েছে হাতে।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Horogouri Pice Hotel,হরগৌরী পাইস হোটেল,Shankor,শংকর,Oishani,ঐশানী,New Charector,নতুন চরিত্র,Rahul Arunoday Banerjee,রাহুল অরুণোদয় ব্যানার্জী

এরপরেই তাঁকে দেখে চিনতে পারে মহেশ্বরী। এই পাগলটাই আসলে তাঁর হারিয়ে যাওয়া বড় ছেলে। ধারাবাহিকে এই চরিত্রে এন্ট্রি নিতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী। বহুদিন পর এমন পাগলের চরিত্রে তাঁর অভিনয় দেখে দর্শকদের মনে পড়ে গিয়েছে রাহুল অভিনীত প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’-এর কথা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥