• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ের পাশাপাশি রয়েছে দুর্দান্ত গানের গলা! নিজেরই সিনেমার হিট গান গেয়ে মঞ্চ মাতালেন রাহুল 

Published on:

Rahul Arunoday Banerjee sung 'Priya Re' video goes viral

এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেতা হলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। ছোটো পর্দা থেকে বড় পর্দা সর্বত্র অবাধ যাতায়াত এই অভিনেতার। সিনেমা,সিরিয়াল থেকে শুরু করে ওয়েব সিরিজ দাপটের সাথে অভিনয় করেছেন সর্বত্র। ইতিমধ্যেই হাত পাকিয়েছেন সিনেমা পরিচালনার কাজেও।

তবে আজ থেকে প্রায় ১৪ বছর আগে ২০০৮ সালে সময়টা ছিল একেবারেই আলাদা। রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini tumi je amar) দিয়ে টলিউডে ডেবিউ করেছিলেন অভিনেতা। সেই সময় বাংলা জুড়ে ব্যাপক সাফল্য পেয়েছিল রাহুল-প্রিয়াঙ্কা অভিনীত এই সুপারহিট সিনেমা।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়,Rahul Arunoday Banerjee,চিরদিনই তুমি যে আমার,Chirodini tumi je amar,প্রিয়া রে,Priya Re,সুপারহিট গান,Superhit Song,ভাইরাল ভিডিও,Viral Vidio

ইদানিং ছোটপর্দা হোক কিংবা বড় পর্দা উভয় ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে  অভিনয় করছেন রাহুল। একজন অভিনেতা হিসেবে এর থেকে বেশী কেউ আর কিই বা চাইতে পারেন। রাহুলের দুর্দান্ত অভিনয় বরাবারই মন জয় করেছে দর্শকদের।এই মুহূর্তে বাংলা টেলিভিশনের দর্শকরা রাহুলকে দেখছেন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘লালকুঠি’ (Lalkuthi)-তে ।

viewers angry on Lalkuthi Rahul Arunodoy Banerjee acting demands to change character

এই ধারাবাহিকে টেলি অভিনেত্রী রুকমা রায়ের বিপরীতে অভিনয় করছেন রাহুল। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাদের জুটিটার প্রতি আলাদাই ক্রেজ লক্ষ্য করা যায়। তবে বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেতার রয়েছে একটি বিশেষ গুণ।  যা হয়তো জানা নেই অনেকেরই।আসলে দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি রাহুলের গানের গলাও রয়েছে দুর্দান্ত।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে রাহুলের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে অগণিত শ্রোতাদের মাঝে মঞ্চে দাঁড়িয়ে নিজের কেরিয়ারের প্রথম এবং সবচেয়ে সুপারহিট সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ এর জনপ্রিয় গান ‘প্রিয়া রে ‘ গাইছেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় সেই গান গাওয়ার ভিডিও শেয়ার করে নিয়ে রসিকতা করে রাহুল লিখেছে ‘কোকিল ভাজা কণ্ঠ’। প্রিয় অভিনেতার গলায় তাঁরই সবচেয়ে জনপ্রিয় সিনেমার গান শুনে মুগধ হয়েছেন অসংখ্য অনুরাগী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥