এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেতা হলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। ছোটো পর্দা থেকে বড় পর্দা সর্বত্র অবাধ যাতায়াত এই অভিনেতার। সিনেমা,সিরিয়াল থেকে শুরু করে ওয়েব সিরিজ দাপটের সাথে অভিনয় করেছেন সর্বত্র। ইতিমধ্যেই হাত পাকিয়েছেন সিনেমা পরিচালনার কাজেও।
তবে আজ থেকে প্রায় ১৪ বছর আগে ২০০৮ সালে সময়টা ছিল একেবারেই আলাদা। রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini tumi je amar) দিয়ে টলিউডে ডেবিউ করেছিলেন অভিনেতা। সেই সময় বাংলা জুড়ে ব্যাপক সাফল্য পেয়েছিল রাহুল-প্রিয়াঙ্কা অভিনীত এই সুপারহিট সিনেমা।
View this post on Instagram
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে রাহুলের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে অগণিত শ্রোতাদের মাঝে মঞ্চে দাঁড়িয়ে নিজের কেরিয়ারের প্রথম এবং সবচেয়ে সুপারহিট সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ এর জনপ্রিয় গান ‘প্রিয়া রে ‘ গাইছেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় সেই গান গাওয়ার ভিডিও শেয়ার করে নিয়ে রসিকতা করে রাহুল লিখেছে ‘কোকিল ভাজা কণ্ঠ’। প্রিয় অভিনেতার গলায় তাঁরই সবচেয়ে জনপ্রিয় সিনেমার গান শুনে মুগধ হয়েছেন অসংখ্য অনুরাগী।