• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মেয়ে বড় হচ্ছে, বিষয়টা অনৈতিক’! সৃজিত মুখার্জির সাথে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা

বিনোদন জগতে একের পর এক তারকা দম্পতিদের বিচ্ছেদের খবরে সর গরম পেজ থ্রির পাতা। তেমনই বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে সম্পর্কে তিক্ততা এসেছে বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি (Srijit Mukherjee) এবং তাঁর স্ত্রী রাফিয়াত রাশিদ মিথিলার (Rafiath Rashid Mithila) মধ্যে। সম্প্রতি তাদের দুজনের  সোশ্যাল মিডিয়ায় পোস্টে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

এমনিতে বরাবরই ঘুরতে দারুন ভালোবাসেন মিথিলা। সুযোগ পেলেই মেয়ে আরিয়াকে নিয়ে বেরিয়ে পড়েন ঝটিকা সফরে। সম্প্রতি তেমনই মেয়েকে নিয়ে ব্যাংকক ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই  ইনস্টাগ্রামে করা অভিনেত্রীর পোস্ট ঘিরে শুরু হয় যে;পোনা। এদিনের পোস্টে নিজের একগুচ্ছের ছবি শেয়ার করে ইংরেজিতে কয়েকটি অর্থপূর্ণ লাইন লিখেছিলেন মিথিলা । যার অর্থ ‘কিভাবে বুঝবে তুমি সত্যিই প্রেম? কিভাবে জানবে প্রেম প্রকৃত? উত্তর পেতে কতদূর যাওয়ার পর বুঝবে প্রেম আর নেই?’

   

Celebrity couple Srijit Mithila separation rumour

অন্যদিকে ওই একইদিনে কেরালায় শ্য়ুটিংয়ে ব্যস্ত পরিচালক সৃজিত মুখার্জি বেশ উদাসী একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে দেখা যায় একটা নেড়া মাথার গাছে হ্যালান দিয়ে সমুদ্রের দিকে মুখ করে তাকিয়ে রয়েছেনপরিচালক মশাই। যার ক্যাপশনে তিনি লিখেছিলেন জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের একটি বিশেষ লাইন।

সৃজিত মুখার্জি,Srijit Mukherjee,রাফিয়াত রাশিদ মিথিলা,Rafiath Rashid Mithila,বিচ্ছেদের  জল্পনা,Separation Rumour

ব্যাস এতেই দুয়ে দুয়ে চার করতে শুরু করে দেন নেটিজেনদের একাংশ। এবার বিচ্ছেদের  জল্পনা (Separation Rumour) উড়িয়ে ক্ষোভ উগরে দিলেন সৃজিত ঘরনী মিথিলা। সংবাদমাধ্যমে অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন ‘‘আমার কাছে এই বিষয়টা খুব অনৈতিক। আমি জানি সেলেবদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলে, তবে এখন বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে। দিনের শেষে একজন মহিলার মানহানি হচ্ছে। এটা ঠিক নয়’।

Celebrity couple Srijit Mithila separation rumour

সেইসাথে বিস্তারিত জানিয়ে মিথিলা বলেছেন শুরুতে নাকি তিনি তাঁর স্বামী সৃজিত মুখার্জির পোস্ট দেখেননি। পরে কাছের কয়েকজন বন্ধুবান্ধবদের কাছ থেকে পুরু ব্যাপারটা জানতে পারেন মিথিলা। মিথিলার কথায় ‘আমি তো হতচকিত হয়ে গিয়েছিলাম যে কত সহজভাবে লোকে আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে। আমরা তো তেমন কিছুই লিখিনি’। শুধু নয় মিথিলার উদ্বেগ মেয়ে আইরাকে নিয়েও। অভিনেত্রীর কথায় ‘আমাদের একটা মেয়ে আছে। সে বড় হচ্ছে’।