ইদানিং জনপ্রিয়তায় বলিউডকেও পিছনে ফেলে দিয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি (South Indian Film Industry)। পুষ্পা ছবি রিলিজে পর থেকে শুধুমাত্র বলিউডেই ১০০ কোটিরও বেশি ব্যবসা করেছে, পুরো ব্যবসা লজ্জায় ফেলতে পারে বলিতারকাদের। এবার দক্ষিণী অভিনেতা প্রভাসের (Prabhas) ছবি নতুন রেকর্ড গড়ল। গতবছর নভেম্বরে সামনে এসেছিল প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত ছবি ‘রাধে শ্যাম’ (Radhe Shyam) এর ট্রেলার ভিডিও। মুক্তির আগেই কাঁপিয়ে দিল ‘রাধে শ্যাম।
নভেম্বরের ট্রেলার মতে এবছর ১৪ই জানুয়ারি মুক্তি পাবার কথা ছিল ‘রাধে শ্যাম’ ছবিটির। তবে করোনা এর জেরে ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। বিশাল বাজেটের এই ছবি ঠিক সময়ে মুক্তি না পেলে আর্থিক ক্ষতি নিয়ে হতে পারে, এমনটাই আশংকা ছবি নির্মাতাদের। গত সপ্তাহের বুধবার ১১ই মার্চ ছবির নতুন রিলিজের দিন ঘোষণা করা হয়েছে। তবে তাঁর আগেই সুখবর মিলেছে।
যেমনটা জানা যাচ্ছে, ছবি মুক্তি পাবার আগেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। যেখানে কিছু ছবি ২০০ কোটির বক্স অফিস কালেকশন করতেই হাপিয়ে যায় সেখানে ছবি রিলিজে আগেই ২৫০ কোটি তো আর মুখের কথা নয়! অবশ্য এর আগেও ‘বাহুবলী’ ছবির জেরে জনপ্রিয় হয়েছিলেন প্রভাস। তাই এই ছবিটিও যে সুপারহিট হতে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই বললেই চলে।
ছবিতে মূল নায়কের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। তাঁর বিপরীতে থাকছেন অভিনেত্রী পূজা হেগড়ে। এছাড়াও বিখ্যাত ওদক্ষিনি অভিনেতা জগপতি বাবু, জয়রাম শ বলিউডের মুরলি শর্মা এদের মত অভিনেতারাও থাকছেন। যেমনটা জানা যাচ্ছে ৪০০ কোটি টাকা বাজেটে তৈরী হয়েছে ছবিটি। ছবি নিয়ে বেশ আশাবাদী পরিচালক থেকে প্রযোজক।
প্রসঙ্গত, একসময় দক্ষিণী ছবি সুপারহিট হলেও তা দক্ষিণ ভারতেই রিলিজ হত। এরপর সেই ছবি স্বত্ব কিনে নিয়ে বলিউডের পরিচালকেরা হিন্দিতে সেই ছবি তৈরী করতেন। দক্ষিণী ছবি হিন্দি ভার্শনে সালমান, শাহরুখ বা অক্ষয় কুমারের মত চেনা মুখ দেখা যেত। তবে সেই ট্রেন্ড এখন বদলে গিয়েছে। ছবিটি স্বত্ব বিক্রি না করে নিজেরাই একাধিক ভাষায় ছবি রিলিজ করছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রযোজকেরা। তাই বলিউডের জন্য আগামী দিনে অবস্থা যে কঠিন হতে চলেছে এমনটাই মত বিশেষজ্ঞদের।