এই মুহূর্তে সিরিয়াল আর বিনোদন কথাটা একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। রোজকার ব্যস্ত জীবনে সিরিয়াল ছাড়া এক মুহূর্ত চলে না বাংলা সিরিয়ালপ্রেমি দর্শকদের। দর্শকমহলে দিনে দিনে বাড়তে থাকা বাংলা সিরিয়ালের এই চাহিদার কথা মাথায় রেখে আনা হচ্ছে একের পর এক ভিন্ন স্বাদের সব সিরিয়াল। এই মুহূর্তে স্টার জলসার এমনই একটি জনপ্রিয সিরিয়াল হল ‘এক্কাদোক্কা’ (Ekkadokka)।
জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা এই সিরিয়ালে রাধিকা (Radhika) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোনামণি সাহা এবং তার বিপরীতে পোখরাজের (Pokhraj) ভূমিকায় রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা সপ্তর্ষি মণ্ডল। অল্পদিনেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে পর্দার রাধিকা-পোখরাজ জুটি।
ইতিমধ্যেই দর্শকরা ভালোবেসেএই জুটির নাম দিয়েছে ‘রাধিরাজ’ (Radhiraj)। এই সিরিয়ালে যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন কিছুদিন আগেই অতি নাটকীয়ভাবে ধারাবাহিকে বিয়ে হয়েছে নায়ক পোখরাজ আর নায়িকা রাধিকার। তবে একথা ঠিক এখনকার দিনে যে কোনো সিরিয়ালের শেষ কথা বলে টিআরপি। আর এই টিআরপি পাওয়ার আশায় ইদানিং বেশিরভাগ সিরিয়ালই দেখানো হয় আজগুবি সব গল্প।
যার ফলও মেলে হাতেনাতে। টিআরপিও বাড়ে তড়তড়িয়ে। এমনিতে আজকের দিনে যে কোনো সিরিয়ালে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বলা ভালো বিয়ে মানেই টি আর পি বাড়ানোর অস্ত্র। শুরু থেকেই এই ধারাবাহিকে দেখা গিয়েছে নায়ক-নায়িকা রাধিকা পোখরাজের শত্রুতার সম্পর্ক। সারাক্ষণ ঝগড়া করতেই দেখা যেত তাদের।
যার অন্যতম কারণ তাদের পারিবারিক শত্রুতা। আসলে মেডিকেলের স্টুডেন্ট রাধিকা পোখরাজের এই ঝগড়াঝাটি আর খুনসুটির মধ্যেই লুকিয়ে ছিল ভালোবাসা।যা শুরু থেকেই চুটিয়ে উপভোগ করেছেন দর্শকরাও। সম্প্রতি বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকে দেখা যাচ্ছে রাধিকাপোখরাজের বিয়ে, ফুলশয্যার পর্ব। পড়াশোনা শিকেয় তুলে সপ্তাহর পর সপ্তাহ ধরে এইভাবে বিয়ে আর ফুলশয্যার পর্ব দেখানোয় বিরক্ত দর্শকদের একাংশ। তাদের প্রশ্ন মেডিকেল স্টুডেন্ট হয়ে তারা কি করে এতদিনে ছুটি পাচ্ছে!