• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্যাকলেস ব্লাউজ আর লাল-সাদা শাড়িতেই সোশ্যাল মিডিয়া কাঁপালেন, ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের রাধিকা

জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘কি করে বলবো তোমায়’তে রাধিকা ওরফে স্বস্তিকা দত্তকে সংস্কারী বউ হিসেবেই দেখা যায়। কিন্তু এবার তিনি শাড়িতেই কার্যত ঝড় তুলে দিলেন সোশ্যাল মিডিয়ায়। ব্যাকলেস লাল ব্লাউজে বেশিরভাগটাই পিঠের বেশিরভাগটাই উন্মুক্ত, উপরে নীচে কালো সরু ফিতেতেই আটকে তার সম্পূর্ণ যৌবন।

সেই ছবি ইন্সটাতে পোস্ট করতেই নিমেষে ভাইরাল তিনি। রাধিকার বাড়ির বৌ-এর রূপের সাথে এতদিন পরিচিত ছিলেন দর্শকরা। কিন্তু স্বস্তিকার নতুন অবতারে নিমেষেই ঝড় উঠলো সোশ্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CFZoCtwjvBa/?igshid=4sto6j06tum7

ব্যাকলেস ব্লাউজ,ঘাড়ের কাছে এলো খোঁপা।আর উন্মুক্ত পিঠে উল্কি। পোস্টানোর সাথে সাথেই তার ছবিতে লাইকের বন্যা। তবে দর্শককুল এখন রাধিকা ও কর্ণের মধ্যে ভুল বোঝাবুঝি মেটার অপেক্ষায়।’কি করে বলবো তোমায় ‘ ধারাবাহিকে এখন টানটান উত্তেজনা। ধারাবাহিকে বিবাহ পর্বের পর মা ও ছেলের মান-অভিমানের পালা কেটে গিয়েছে। কিন্তু বিভিন্ন ঘটনাচক্রে বাড়ছে রাধিকা ও কর্ণের দূরত্ব। এর মধ্যে কর্ণ ও রাধিকার জীবনে তৃষার প্রবেশ কাহিনীতে নিয়ে এসেছে নতুন মোড়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥