• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্মৃতিতে রয়েছে ভয়ঙ্কর অভিজ্ঞতা! দক্ষিণী ছবির অডিশনে আজও ভয় পান রাধিকা আপ্তে

Published on:

Radhika Apte,Southindian Film Industry,Bollywood,রাধিকা আপ্তে,সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি,দক্ষিণী ছবি,বলিউড

বলিউড (Bollywood) অভিনেত্রী রাধিকা আপ্তে (Radhika Apte) এখন বেশ জনপ্রিয়। ছবিতে বোল্ড মুহূর্তে রাধিকার অভিনয় আলাদা মাত্রা এনে দেয় দৃশ্যগুলিকে। কমার্শিয়াল নাচ, গান, অ্যাকসন ছেড়ে ঘনিষ্ট মুহূর্তের ছবিতেই বেশি দেখা যায় অভিনেত্রীকে। আরো ভালোভাবে বলতে গেলে সেডাক্টিভ অভিনেত্রী (Seductive Actress) হিসাবেই ব্যাপক জনপ্রিয় রাধিকা আপ্তে। তবে জানেন অভিনেত্রী এখনো অডিশন দিতে ভয় পান!

অনেকেরই হয়তো শুনে মনে হবে এতো বড় অভিনেত্রী অডিশন দিতে কিসের ভয়? আসলে এর পিছনে রয়েছে এক লম্বা কাহিনী। অভিনেত্রী রাধিকা নিজেই সেই কাহিনী জানিয়েছিলেন। আসলে অভিনেত্রীর মা-বাবা চেয়েছিল তিনি একজন ডাক্তার হবেন। কিন্তু অভিনেত্রী সিদ্ধান্ত নেন যে তিনি অভিনয়কেই কেরিয়ার হিসাবে গড়তে চান তখন একরাশ নিরাশা জুটেছিল তার কাছে। কারণ অনেকেই উৎসাহ দেবার বদলে নিরুৎসাহিত করেছিলেন অভিনেত্রীকে। অভিনয়ের জন্য যখন মুম্বাইয়ে আসার সিদ্ধান্ত নেন তখনও শুনতে হয়েছিল অনেক কথা।

Radhika Apte রাধিকা আপ্তে

তবে হাল ছাড়েননি অভিনেত্রী, কেরিয়ার গড়তে পুণের বাড়ি ছেড়ে মুম্বাই আসেন। এরপর ছোট খাটো কাজের মধ্যে দিয়ে শুরু হয় অভিনয়ের যাত্রা। এভাবে কিছুদিন যাবার পর দক্ষিণী এক ইন্ডাস্ট্রির এক বড় মানের পরিচালকের অফিস থেকে ফোন আসে অভিনেত্রীর কাছে। দেখা করতে ডাকা হয় এক ঠিকানায়। প্রথমে খানিক দোনোমনো করলেও অভিনেত্রী ঠিকানা অনুযায়ী এক হোটেলে পৌঁছান। সেখানে পৌঁছেই বুঝেছিলেন যে হোটেলটি খুব একটা ভালো নয়।

Radhika Apte রাধিকা আপ্তে

নোংরা পরিবেশের কারণে অডিশনের কাজ জলদি শেষ করার জন্য বলতে কিছুক্ষনের মধ্যে পরিচালক ডজন খানেক লোক সহ অডিশন নিতে শুরু করেন। প্রথমেই তাকে কিছু জামা দেওয়া হয় ও সেগুলি পরে কিছু অভিনয় করতে বলা হয়। এরপর নানান অদ্ভুত শারীরিক অঙ্গিভঙ্গি করতে বলা হয়। সরাসরি শারীরিক নিগ্রহ করা হয়নি তাই অভিনেত্রী কিছু বলেননি। কিন্তু কিছুক্ষন পর পরিচালক চলে গেলে বাকি লোকেরা তার শারীরিক ম্যাপ ঝোপ নিতে শুরু করেন।

Radhika Apte রাধিকা আপ্তে

গোটা ঘটনায় প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী। সাউথ ইন্ডাস্ট্রিতে সেটাই ছিল অভিনেত্রী প্রথম অডিশন। প্রথম অডিশনেই এই ধরণের অভিজ্ঞতা হবার কারণে ভয়ঙ্কর ধারণা তৈরী হয়েছিলেন অভিনেত্রীর। বর্তমানে অভিনেত্রী বেশ জনপ্রিয়। সাউথ ইন্ডিয়ান ও বলিউডের একাধিক ছবি করেছেন। তবে সেই প্রথম দক্ষিণী ইন্ডাস্ট্রির অডিশন তিনি আজও ভুলতে পারেননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥