• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘চোর’ বউ চাই না! ভুল বুঝে রাধিকাকে ডিভোর্স পোখরাজের, ফাঁস হল ‘এক্কা দোক্কা’র আসন্ন ট্র্যাক

Published on:

Pokhraj Radhika,Ekka Dokka,Ekka Dokka latest update,Radhika Pokhraj divorce,Bengali serial,entertainment,রাধিকা পোখরাজ,রাধিকা পোখরাজ ডিভোর্স,এক্কা দোক্কা,এক্কা দোক্কা নতুন ট্র্যাক,বাংলা সিরিয়াল,বিনোদন,এক্কা দোক্কা আগামী পর্ব

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali serial) হল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। রাধিকা-পোখরাজের গল্প শুরু থেকেই দর্শকদের দারুণ পছন্দের। আর সিরিয়ালে যেভাবে একের পর এক টুইস্ট আসছে তা দেখে দর্শকদের উত্তেজনা চেপে রাখা দায়।

ডাক্তারি কলেজের দুই পড়ুয়া, রাধিকা (Radhika) এবং পোখরাজকে (Pokhraj) নিয়ে শুরু হয়েছে ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকটি। তাঁদের খুনসুটি শুরু থেকেই দর্শকদের প্রচণ্ড পছন্দের। ধারাবাহিকের শুরুতে মনে হয়েছিল, নায়ক-নায়িকা চরম শত্রু। যদিও পরে জানা যায়, ছোট থেকেই রাধিকাকে ভালোবাসত পোখরাজ।

Radhika Pokhraj flower bed moment goes viral

অবশেষে ভালোবাসার মানুষের সঙ্গেই সাত পাক ঘোরে সেনগুপ্ত পরিবারের ছেলে। যদিও রাধিকার পোখরাজকে বিয়ে করার উদ্দেশ্য ছিল, নিজের বাবার নির্দোষ হওয়ার প্রমাণ জোগাড় করা। বাবাকে নিরপরাধী প্রমাণ করতে রাধিকা শেষ পর্যন্ত চোরের অপবাদও নিজের ঘাড়ে নিয়ে নেয়। আর এই ঘটনাতেই মন ভেঙে যায় পোখরাজের।

‘এক্কা দোক্কা’র নিয়মিত দর্শকরা জানেন, চুরির ঘটনার জন্য ইতিমধ্যেই সেনগুপ্ত বাড়িতে পুলিশ এসেছে। সম্পূর্ণ বিষয়টির কারণে পোখরাজও রাধিকার ওপর চটে গিয়েছে। রাগ, ক্ষোভ, দুঃখ, আর অভিমানে তাই সে এবার বৌ’কে ডিভোর্স (Divorce) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Radhika Pokhraj divorce

ইতিমধ্যেই পোখরাজ এবং তাঁর বাড়ির লোক ডিভোর্সের কাগজ নিয়ে রাধিকার বাড়িতে চলে এসেছে। ছলছল চোখে হাত বাড়িয়ে সেই কাগজ নিয়ে নেয় রাধিকাও। এই দৃশ্য দেখার পরেই দর্শক মহলে তৈরি হয়েছে তুমুল সাসপেন্স। তাহলে কি ভুল বোঝবুঝির জেরেই শেষ পর্যন্ত ভেঙে যাবে ‘রাধিরাজ’এর বিয়ে? আপাতত এই একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে প্রত্যেকের মনে।

সাপ্তাহিক টিআরপি লিস্টে ৫ থেকে ৬.৭’এর মধ্যে ঘোরাফেরা করে ‘এক্কা দোক্কা’র স্কোর। তবে দর্শকদের অনুমান, রাধিকা-পোখরাজের ডিভোর্সের ট্র্যাকে সেই টিআরপি চড়চড়িয়ে বাড়তে চলেছে। তাহলে কি ডিভোর্সই হবে ‘রাধিরাজ’এর সম্পর্কের শেষ পরিণতি? ভুল বুঝেই ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দেবে পোখরাজ? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥