• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সংসারে আগুন লাগানোয় এক্সপার্ট লীনা! একই বাড়িতে পোখরাজের বৌ আর না হওয়া বৌকে দেখে কটাক্ষ দর্শকদের

যাই হয়ে যাক না কেন বাংলা সিরিয়ালে (Bengali serial) শীর্ষ স্থান থাকবে প্রেম আর বিয়ের দখলেই। বাংলা সিরিয়ালগুলিতে এমনভাবে দেখানো হয়, মনে হয় যেন প্রেম এবং বিয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ জীবনে আর কিছুই নেই। বিয়ে দেখিয়ে দেখিয়ে বেঙ্গল টপারও হয়েছে বহু ধারাবাহিক।

তবে এখন টিআরপি লিস্টে কামাল করতে যা লড়াই করতে হয়, তাতে স্রেফ বিয়ে দেখালে কিন্তু হয় না। কোথাও দেখানো হয় লিপস্টিক বিয়ে, আবার কোথাও দেখানো হয় ‘ডাবল বিয়ে’। সম্প্রতি যেমন ‘এক্কাদোক্কা’য় (Ekka Dokka) জোড়া বিয়ে দেখানো হয়েছে।

   

Radhi Pokhraj and Bublu Kohinoor marriage

স্টার জলসায় সম্প্রচারিত অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘এক্কাদোক্কা’য় এখন বিয়ের ট্র্যাক চলছে। একই সঙ্গে বিয়ে হয়েছে সিরিয়ালের নায়ক-নায়িকা পোখরাজ-রাধিকা ও বুবলু-কোহিনূরের। দুই বাড়িতে না মানলেও বিয়ে করেছে এই দুই জুটি। বিয়ের পর এখন আবার চলছে ফুলশয্যার তোরজোড়।

যদিও প্রকাশ্যে আসা প্রোমো থেকে জানা গিয়েছে, পোখরাজ-রাধিকার ফুলশয্যা নয়, বরং ‘কণ্টকশয্যা’ হতে চলেছে। তবে এসবের মাঝেই দর্শকদের নজর কেড়েছে একটি বিষয়। তা হল, একই বাড়িতে দুই বোন রাধিকা এবং বুবলুর বৌ হয়ে যাওয়া।

Radhika and Bublu

‘এক্কাদোক্কা’য় এই ট্র্যাক দেখানোর পরই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। অনেকে এও বলেছেন যে একই ছাদের নীচে থাকবে পোখরাজের বর্তমান বৌ এবং না হওয়া বৌ, ঝামেলা লাগা তো অনিবার্য! অনেকে আবার একবার নিয়েছেন ধারাবাহিকের লেখিকা লীনা গাঙ্গুলীকে। কেউ কেউ তো এও বলেছেন যে, লেখিকা নাকি সংসারে আগুন লাগানোয় একেবারে সিদ্ধহস্ত!

সপ্তর্ষি মৌলিক এবং সোনামণি সাহা অভিনীত এই ধারাবাহিকে আপাতত দুই বৌয়ের গৃহপ্রবেশের ট্র্যাক দেখানো হচ্ছে। দর্শকদের অনুমান, কিছুদিন পর থেকেই দুই বোনের ঝামেলা দেখানো শুরু হয়ে যাবে। তবে অনেকে আবার এই তত্ত্ব মানতে নারাজ। তাঁদের আবার মত, ‘এক্কাদোক্কা’য় একই সঙ্গে ডাবল বিয়ে দেখিয়ে লেখিকা লীনা গাঙ্গুলী ফের একবার প্রমাণ করে দিলেন যে তিনি সত্যিই বিয়ে দেওয়ানোয় একেবারে সিদ্ধহস্ত!