• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নকল সাইটে বিনা পয়সায় ‘রাধে’ দেখলেই কঠিন ব্যবস্থা নেওয়া হবে, হুশিয়ারি ভাইজান সালমনের

বলিউডের ভাইজান সালমান খানের (Salman Khan) বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে (Radhe)’। ইতিমধ্যেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। অ্যাকশন রোমান্সে ভরপুর রাধে ছবিতে সালমান খানের বিপরীতে দেখা গিয়েছে বলিউডের নায়িকা দিশা পাটানিকে (Disha Patani)। ঈদের দিন ‘Zee 5’ অ্যাপে মুক্তি পেয়েছে এই ছবি। রাধে ছবির রিলিজের আগে ট্রেলার প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছিল টাব্যু ভেঙে ফেলেছিলেন ভাইজান। বলিউডের ব্যাচেলার ভাইজান ৩২ বছরে প্রথমবার অন স্ক্রিনে চুমু খেয়েছিলেন। এই দৃশ্য দেখার পর রীতিমত চমকে গিয়েছিলেন সকলে।

অনেকেই ভেবেছিলেন হয়তো দীর্ঘদিনের প্রতিজ্ঞা ভেঙে ফেলেছেন সালমান খান। তবে আসল ঘটনাটা ছিল অন্যরকম। আসলে দিশা পানির মুখে সেলোটেপ লাগিয়ে চুমু খেয়েছিলেন সালমান। অর্থাৎ ক্যামেরার সামনে চুমু খেলেও আদতে কিন্তু নো চুমু!

   

radhe

তবে এত ঢাক ঢাক গুড় গুড়ের পরেও রিলিজের পর দর্শকদের এন্টারটেইন করতে একেবারেই ব্যর্থ এই ছবি। প্রতীক্ষিত এই ছবিটি আসলে সালমান খানের ‘ওয়ান্টেড’ ছবিটি সিক্যুয়াল হিসাবে রিলিজ হয়েছে বলে বলা হচ্ছিলো। আর ছবির পুরো নাম ‘রাধে : দ্যা মোস্ট ওয়ান্টেড’। তবে যতটা আশা করা হয়েছিল তার নাকি কিছুই নেই ছবিতে। ছবি দেখে এমনই মন্তব্য দর্শক থেকে শুরু করে সমালোচকদের।

সলমন খান,রাধে,দিশা পাটানি,IBDM,রাধের রেটিং,ফ্লপ,Radhe,salman khan,IBDM rating,Disha patani,flop,Radhe pirated version,radhe movie leaked

একেই IMDB তে ১০ রাধে স্কোর করেছে মাত্র ২, তার উপর মুক্তির পরেই পাইরেসির শিকার ভাইজানের সিনেমা৷ বিভিন্ন সাইটে ইতিমধ্যেই লিকড রাধে। অর্থাৎ ওটিটিতে টাকা না দিয়ে সকলে ফ্রিতেই লুটছেন সিনেমার মজা । টেলিগ্রাম থেকে তামিলরকার্সের মতো ওয়েবসাইটে HD কোয়ালিটিতে পাওয়া যাচ্ছে ‘রাধে’র পাইরেটেড ভার্সন।

Boykott Radhe

আর এতেই বেজায় চটলেন ভাইজান। এদিন ইন্সটাগ্রামে সালমান খান লেখেন, ‘আমাদের নতুন ছবি রাধে দেখার জন্য খুব কম দামই ধার্য করা হয়েছে। মাত্র প্রতি ভিউতে ২৪৯ টাকা। কিন্তু তা সত্ত্বেও অনেকগুলি ওয়েবসাইট বেআইনিভাবে পাইরেটেড ভার্সন চালাচ্ছে। এটি গুরুতর অপরাধ। সাইবার সেল এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। পাইরেটেড কনটেন্ট ডাউনলোড করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে প্রচুর সমস্যায় পড়বেন।’