• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মন খারাপ রচনা ভক্তদের, শেষের পথে দিদি নাম্বার ১-এর অষ্টম সিজেন! প্রকাশ্যে এল ভিডিও

Published on:

দিদি নাম্বার ওয়ান,didi no1,রচনা বন্দোপাধ্যায়,Rachana Banerjee,সিজন ৮,Season 8,New Promo,নতুন প্রোমো

সিরিয়াল ছাড়াও এই মুহূর্তে বাংলার দর্শকদের অত্যন্ত পছন্দের বিনোদনের অঙ্গ হল গেম শো। জি বাংলার জনপ্রিয় এমনই একটি গেম শো হল দিদি নাম্বার ওয়ান (Didi Number One)। বাংলার জনপ্রিয় অভিনেত্রী তথা সকলের প্রিয় দিদি রচনা বন্দোপাধ্যায়ের অনবদ্য সঞ্চালনা এই অনুষ্ঠানকে দিনের পর দিন পৌঁছে দিচ্ছে জনপ্রিয়তার শিখরে।

জনপ্রিয় এই খেলায় প্রতিদিন অংশগ্রহণ করেন সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সকলে। জীবনে চরম কঠিনতম পরিস্থিতিতেও হার না মেনে লড়াই চালিয়ে যাওয়া এবং জীবনে ঘুরে দাঁড়ানোর গল্প বলতে হাজির হন নানান বয়সের,নানান পেশার দিদিরা। যা শুনে অনুপ্রাণিত হয়ে থাকেন আরও হাজার হাজার মানুষ।

দিদি নাম্বার ওয়ান,didi no1,রচনা বন্দোপাধ্যায়,Rachana Banerjee,সিজন ৮,Season 8,New Promo,নতুন প্রোমো
দিদি নাম্বার ওয়ানের মাধ্যমেই অসংখ্য মানুষের দুঃখ, কষ্ট, জীবনের না পাওয়া গুলোকে ভুলে জীবনে এগিয়ে যাওয়ার দৃঢ় মনোবলকে কুর্নিশ জানায় জি বাংলা। হাসি, মজা আর প্রচুর উপহারের ডালি নিয়ে প্রতিদিন বিকেলে রচনা বন্দোপাধ্যায়ের সঞ্চালনায় বাংলার দিদিদের নিয়ে বসে জমজমাট আসর।

দিদি নাম্বার ওয়ান,didi no1,রচনা বন্দোপাধ্যায়,Rachana Banerjee,সিজন ৮,Season 8,New Promo,নতুন প্রোমো

২০১০ সাল থেকে দীর্ঘ ১০ বছরেরও বেশী সময় ধরে এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের পর দিন দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন সকলের প্রিয় দিদি রচনা বন্দোপাধ্যায়। প্রতিদিন ঘড়ির কাঁটায় বিকেল ৫টা বাজতেই দিদি নম্বর ওয়ানের মঞ্চে জীবনের নানান চড়াই উতরাই পেরিয়েও হার না মানার এবং সাফল্য লাভের গল্প শোনাতে আসেন বাংলার ৪ দিদি।

বর্তমানে প্রায় শেষের পথে ‘দিদি নং ১’-এর সিজন ৮। যা নিঃসন্দেহে ভক্তদের জন্য খারাপ খবর। তবে মন খারাপের কিছুই নেই। কারণ,সিজন ৮ শেষ হতে না হতেই আসতে চলেছে “দিদি নং ১ -এর সিজন ৯” । সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়েছে একটি নতুন প্রোমো। যা দেখে জানা যাচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দিদি নং ১-এর সিজন ৯।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥