বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi)-র হাতে বিশ্বকাপ দেখার আশায় বুক বেঁধেছে গোটা বিশ্ব। কাতার থেকে কলকাতা, সবার মুখে এখন একটাই নাম, ‘মেসি’। এবারই ইতিহাস তৈরির শেষ সুযোগ মেসির কাছে। ফিফা বিশ্বকাপ ফাইনালে (Fifa World Cup Final) আজ কাতারের লুসাইল স্টেডিয়ামে সম্মুখ সমরে আর্জেন্তিনা (Argentina) আর ফ্রান্স।
এমনিতে বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক ঘটে চলেছে অঘটন। ইতিমধ্যেই একের পর এক ছিটকে গিয়েছে ব্রাজিল, পোর্তুগালের মতো দেশ। এরইমধ্যে সামনে বসেই বিশ্বকাপের মজা নিতে ছেলেকে নিয়ে কাতার পৌঁছে গিয়েছেন টলিউড অভিনেত্রী তথা বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দোপাধ্যায়। প্রসঙ্গত ফুটবলের ফ্যান রচনার ইচ্ছা ছিল পোর্তুগাল বনাম আর্জেন্তিনার ম্যাচ দেখার।
আসলে অভিনেত্রীর ছেলে রৌনক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খুব বড় ভক্ত। মেসির মতোই রোনাল্ডোরও এটাই ছিল শেষ বিশ্বকাপ। তাই ফাইনালের আগেই পোর্তুগাল ছিটকে যাওয়ায় খানিক দুঃখ প্রকাশ করেছিলেন রচনা। তবে এপ্রসঙ্গে সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানিয়েছেন ‘এখন মেসির জন্য দেখা। জীবনে প্রথম বিশ্বকাপ দেখতে এসেছি। সেই কারণে ভীষণ উত্তেজিত অবশ্যই, ছেলে আমার থেকেও বেশি উত্তেজিত। ওর জন্যই আসা, বিশেষ করে।’
রচনা জানিয়েছেন, রোনাল্ডো, নেইমারকে খেলতে দেখতে না পেলেও কাতারে এসে বিশ্বকাপ দেখার অনুভূতিটাই তাঁর কাছে অনেক বড়, এটা তাঁর গোটা জীবনের একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। এরইমধ্যে শোনা গিয়েছিল দিদি নাম্বার ওয়ান বন্ধের খবর। যদিও সেসব কানে না নিয়েই চাক্ষুষ বিশ্বকাপের মজা উপভোগ করেছেন রচনা।
সম্প্রতি একটি বিলাসবহুল ক্রুজ থেকে লাইভে এসেছিলেন অভিনেত্রী। অনুরাগীদের ক্রুজটি ঘুরিয়ে দেখান। সেই সঙ্গেই ছেলে কীভাবে ক্রুজের মধ্যে উপভোগ করছে সেটিও দেখান অভিনেত্রী। এরইমধ্যে আজ ফের একবার কাতারের দোহা থেকে ছেলের সাথে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন রচনা। যা দেখা মাত্রই কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
প্রসঙ্গত অভিনেত্রী কাতার যাওয়ার পর আনন্দবাজার অনলাইনের তরফে তাঁর কাতার ভ্রমণের অভিজ্ঞতা জানার জন্য যোগাযোগ করা হলে অভিনেত্রী জানিয়েছিলেন , ‘দারুণ লাগছে। এখানে আবহাওয়া খুব সুন্দর। যেমন খুব ঠাণ্ডা লাগছে, তেমনই আবার ঝলমনে রোদও রয়েছে। সকালে প্রচণ্ড রোদ আর বিকেল ৫টার পরেই প্রচণ্ড ঠাণ্ডা পড়ে যাচ্ছে’।