সোমবার ১২ ডিসেম্বর থেকেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa)। নতুন এই সিরিয়ালের হাত ধরে দেড় বছর পর টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। সবেমাত্র একদিন হয়েছে ছোটপর্দার রাধিকা এখন ঝিলমিল হয়ে নতুন যাত্রা শুরু করেছেন।
এই সিরিয়ালে তার বিপরীতে রয়েছেন ‘জড়োয়ার ঝুমকো’ খ্যাত অভিনেতা শুভঙ্কর সাহা। নতুন সিরিয়ালে তার নাম হয়েছে আবির। সম্প্রতি ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালের শিল্পীরাই এসেছিলেন ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)-র মঞ্চে। সেখানেই অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়ের সাথে হাসি, আড্ডা, গল্পে মঞ্চ মাতিয়ে রেখেছিলেন এই সিরিয়ালের কলাকুশলীরা।
একেবারে ভিন্ন স্বাদের এই নতুন সিরিয়ালে ঝিলমিলের জীবনের মূল মন্ত্রই হলো নিয়ম ভাঙা। জীবনে কোনদিনও কোন নিয়মের বেড়াজালে সে নিজেকে জড়িয়ে ফেলতে চায় না। ছোটখাটো যে কোন বিষয়েই নিয়ম ভাঙাতেই আসল মজা খুঁজে পায় সে। তবে পর্দার ঝিলমিলের সাথে বাস্তব জীবনের স্বস্তিকার মধ্যে রয়েছেন আকাশ পাতাল পার্থক্য।
এমনিতে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কমবেশি আগ্রহ সবারই থাকে। যার পুরোটা জানা না গেলেও কিছুটা হলেও আভাস পাওয়া যায় দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। এটা এমনই একটা শো যেখানে সেলিব্রেটিরা আসলেই তাদের হাঁড়ির খবর ঠিক বার করে আনেন সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়। ব্যতিক্রম নন অভিনেত্রী স্বস্তিকা দত্তও।
চারপাশে এখন বিয়ের সানাই। তাই এদিন সরাসরি না হলেও একটু ঘুরিয়ে অভিনেত্রীর কাছে এদিন রচনা প্রশ্ন রাখেন ‘স্বস্তিকাও কি বিয়ে করতে ভয় পায়?’ একথা শোনা মাত্রই এদিক ওদিক তাকিয়ে স্বস্তিকা বলতে শুরু করেন তার পেটে নাকি মাথাব্যাথা করছে। স্বস্তিকার কথা শুনে প্রথমে হাসতে শুরু করেন রচনা। তার পর ধমক দিয়ে বলে ওঠেন ‘বিয়ে করবি না তুই ঘুরে বেড়াবি’?
উত্তরে পর্দার ঝিলঝিল জানায় সে বিয়ে করবে না তার টেনশন হয়। আর তারপর রচনা নাম না করেই স্বস্তিকার প্রেমিক তথা গায়ক শোভন গাঙ্গুলীর প্রসঙ্গ টেনে বলেন ‘তাই এত গান শুনতে ইচ্ছা করে?’ এরপর স্বস্তিকা সাফ জানিয়ে দেন তিনি বিয়ে করলে কাওকে খাওয়াবেন না। সেই টাকা দিয়ে নিজেরা ভালো কোথাও একটা ঘুরতে যাবেন।