বাংলার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। বাংলার পাশাপাশি হিন্দি ওড়িয়া ভাষাতেও একাধিক সিনেমায় কাজ করেছিল অভিনেত্রী। নিজের দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী। আর এখন তিনি হলেন গোটা বাংলার দিদি নাম্বার ওয়ান (Didi No 1)। দীর্ঘ ১২ বছর ধরে এই অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে রয়েছেন তিনি।
তাই তাঁর অনবদ্য সঞ্চালনা শুরু থেকেই অনুষ্ঠানকে দিয়েছে এক অন্য মাত্রা। ইদানিং সিরিয়ালের পাশাপাশি দিনে দিনে বাড়ছে রিয়েলিটি শোয়ের চাহিদা। তবে কোটা বাংলা জুড়ে যত নন ফিকশন রিয়েলিটি শো রয়েছে তাদের মধ্যে এখনো পর্যন্ত সেরা কিন্তু দিদি নাম্বার ওয়ান। তার ধারে কাছে নেই কেউ। তবে এই মুহূর্তে দিদি নাম্বার ওয়ান এর সবচেয়ে বড় কম্পিটিটার হল জি বাংলার আরেকটি নন ফিকশন গানের রিয়েলিটি শো সারেগামাপা (Saregamapa)।
সম্প্রতি দেখা গেছে সারেগামাপা এর মঞ্চেই সারপ্রাইজ ভিজিটে এসেছিলেন রচনা। আর তাকে দেখেই একেবারে হক চকিয়ে গিয়েছিলেন মঞ্চে উপস্থিত সমস্ত বিচারক থেকে শুরু করে প্রতিযোগী সকলেই। কিন্তু কেন হঠাৎ সারেগামাপার মঞ্চে আসলেন রচনা। কারণ জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। অভিনেত্রী জানান সারেগামাপার পাশের ফ্লোরেই তিনি দিদি নাম্বার ওয়ানের শুটিং সারছিলেন। আর সেখান থেকেই তিনি আবিরের (Abir Chatterjee) গলা পেয়েছিলেন।
তাই সেখান থেকে তিনি সোজা চলে এসেছিলেন সা রে গা মা পা এর মঞ্চে আবিরের সাথে সেলফি তুলতে। একথা শুনে তো লজ্জায় লাল হয়ে যায় অভিনেতা। তখন আবির বলে ওঠেন তিনি নিজে ছবি তুলবেন বাংলার দিদি নাম্বার ওয়ানের সাথে। এরপরেই অভিযোগের শুরে রসিকতা করে রচনা বলে ওঠেন ‘তারা তো কেউ তাকে এখনও পর্যন্ত এই শোয়ে আসার জন্য ডাকেননি ,তাই তিনি নিজেই ড্যাং ড্যাং করে চলে এসেছেন’।
এরপরেই দেখা যায় আবিরের সাথে সেলফি তোলার পাশাপাশি মঞ্চে উপস্থিত সমস্ত বিচারকদের সাথে অভিনেত্রী নিজে গিয়েই সেলফিতুলছেন। প্রসঙ্গত সারেগামাপার মঞ্চ বলে কথা! এই মঞ্চে আসলে যে কোন শিল্পীকে দিয়েই গান গাওয়ানো হয়। এটা এখানকার রীতি বলা যায়। আর এমনিতে সকলেই জানেন রচনা নিজেও আসলে ভালো গান গাইতে পারেন।
বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে গিয়েও তার গলায় গান শুনেছেন মানুষ। তাই এদিন সারেগামাপার মঞ্চে গান গাইতে অনুরোধ করা হলে তিনি জনপ্রিয় বাংলা গান ‘তোমাতে আমাতে দেখা হয়েছিল’ গেয়ে ওঠেন। তার সাথেই মঞ্চে উঠে যোগ দিয়েছিলেন গায়ক স্বয়ং রাঘব চট্টোপাধ্যায় এবং অভিনেতা আবির চট্টোপাধ্যায়। রচনার গান গাওয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানেই কমেন্ট সেকশনের উপচে পড়েছে সকলের প্রশংসা। সেখানেই একজন লিখেছেন ‘এত্ত বড় গুন তোমার সত্যি তুমি দিদি নাম্বার ওয়ান’।