বাংলা দিদি নাম্বার ওয়ান (Didi No 1) রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। তিনি তার তার জনপ্রিয় গেম শো এর মধ্য দিয়ে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে থাকেন হাজার হাজার দর্শকদের। দিদি নাম্বার ওয়ানের (Didi No1)যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন আদ্যোপান্ত অত্যন্ত পজেটিভ একজন মানুষ জনপ্রিয় এই টলিউড অভিনেত্রী। নিজের পেশার সাথে সাথে একা হাতে মানুষ করেছেন নিজের একমাত্র সন্তান রৌনক বসুকে (Raunak Basu)।
দেখতে দেখতে এখন বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছেন অভিনেত্রীর ছেলে। আর সেইসাথে ইদানিং এক বিরাট চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন অভিনেত্রী। আর অভিনেত্রীর চিন্তার কারণ কেউ নয় খোদ অভিনেত্রীর ছেলে। আসলে ইদানিং অভিনেত্রী লক্ষ্য করছেন তাঁর ছেলের বেশ কিছু পরিবর্তন আসতে শুরু করেছে।আসলে বয়সন্ধির এই সময়টাই এমন।
এই সময়টায় ছেলেমেয়েরা যত তাদের কৈশোর জীবনের খোলস ছেড়ে যৌবনের দিকে পা বাড়াতে শুরু করে তো তাদের মানসিক এবং শারীরিক উভয় ক্ষেত্রেই একটা পরিবর্তন আসতে শুরু করে। সেইসাথে বাবা-মা চড়াও প্রত্যেকের নিজস্ব একটা জগৎ তৈরী হয়। সেখানে বাবা-মায়েরা হস্তক্ষেপ করুক এমনটা কেউ চায় না। রৌনকের মধ্যেও সেই পরিবর্তন আসায় ইদানিং বেশ চিন্তায় রয়েছেন অভিনেত্রী।
দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে সানডে ধামাকায় হাজির হয়েছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় টেলি অভিনেতা এবং তাদের মায়েরা। হাজির ছিলেন টেলি অভিনেতা সায়ক চক্রবর্তী, অভিষেক শর্মা, সোহেল দত্ত এবং সায়ন্ত মোদক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দিদি নাম্বার ওয়ান এর এই পর্বের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে ছেলের চিন্তায় নাজেহাল রচনা প্রকাশ্যেই সোহেলের মায়ের কাছে ছেলেকে সামলানোর টিপস (Tips) চেয়ে বসেন!
View this post on Instagram
সেইসাথে একে একে ছেলের প্রতি অভিযোগের ঝুলি খুলে বসেন অভিনেত্রী। প্রথমেই রচনা বলেন, তিনি প্রতিদিন ছেলের কান ধরে তাকে নিজের সাথে শোয়ানোর চেষ্টা করেন। কিন্তু সে কিছুতেই তার সাথে শুতে চায় না। তখনই পাশ থেকেসোহেল বলে ওঠে- ‘তার মানে ওর মনে ফুল ফুটেছে’। এরপর সায়ন্তর মা যোগ করেন, ‘ফোনে অনেক কিছু জানতে পারি’। আর তারপরেই ক্যামেরার দিকে তাকিয়ে চিৎকার করে রচনা বলে ওঠেন, ‘এই রৌনাক আমি আজ রাতে তোর কাছে আসছি, তোর ফোন চেক করতে’। তবে এই ভিডিওটা যে শুধুমাত্র মজা করার জন্য করা তা বলাই বাহুল্য।