বিকেল হলেই টিভির পর্দার ‘দিদি নং ১’ (Didi No 1) নিয়ে হাজির হন রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। অভিনেত্রীকে আর তাঁর সাথে মজার খেলা দেখতে বেশ উৎসাহ নিয়েই অপেক্ষায় থাকেন দর্শকেরা। আসলে অভিনয়, সঞ্চালনা থেকে মা সব থেকেই একেবারে নাম্বার ওয়ান তিনি, এমনটাই মত দর্শকদের। কিন্তু অতীতে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, সেরা স্ত্রী হয়ে উঠতে পারেননি তিনি।
শুটিংয়ের ব্যস্ততা থাকে ঠিকই, তবে তাঁর মধ্যে থেকেই ছেলের জন্য সময় বের করেন রচনা। ২০০৭ সালে প্রবাল বসুর সাথে বিয়ে হয় অভিনেত্রীর। কিন্তু বর্তমানে স্বামীর থেকে একপ্রকার আলাদাই থাকেন তিনি। যদিও বিচ্ছেদ হয়নি, তবে সিঙ্গেল মাদার হিসাবেই ছেলে প্রনীলকে (Pronil) বড় করে তুলছেন অভিনেত্রী। ছেলের জন্য ভেবেই এই চরম সিদ্ধান্ত নেননি তাঁরা। তবে এবার এক দারুন সুখবর মিলল।
আগেই বলেছি দীর্ঘদিন ধরেই স্বামীর থেকে আলাদা থাকেন রচনা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আবারও একসাথে দেখা গেল দুজনকে। সাথে অবশ্য ছেলে প্রনীলও ছিল। দুর্গাপুজোর সময়েই কোনো এক প্যান্ডেলে ঘোরার সময় তোলা হয়েছে এই ছবিটি। যা বর্তমানে নেটপাড়ায় বেশ ভাইরাল হয়ে পড়েছে। আর তাই দেখেই নেটিজেনদের অনেকে বলছেন, এতদিনে অভিনেত্রীর ভাঙা সংসার পূর্ণতা পেল।
যদিও ছবিটি ঠিক কবে ও কোথায় তোলা হয়েছে সেটা জানা যায়নি। তবে এটুকু বোঝাই যাচ্ছে যে সম্প্রতিকালেই তোলা, তাছাড়া ছেলেকেও যথেষ্ট বড়ই দেখা যাচ্ছে ছবিতে। তাই নেটিজেনদের মনে প্রশ্ন তাহলে কি ছেলের কথা ভেবে এক হচ্ছেন প্রবাল ও রচনা? এর উত্তর অবশ্য অজানাই রয়ে গিয়েছে।
প্রসঙ্গত, আলাদা থাকার সিদ্ধান্ত দুজনে মিলেই নিয়েছিলেন তাঁরা। কোনো কাদা ছোড়াছুড়ি না করেই দুজনে নিজেদের মত থাকেন। তবে এর জন্য ছেলের প্রতি কারোর ভালোবাসায় কমতি হয়নি। বরং, বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে বন্ধুত্বের সম্পর্ক তৈরী করেছেন তারা দুজনে। এই কারণেই হয়তো দর্শকদের মতে দিদি নং ১ তিনি।