টলিউডের অভিনেত্রী রচনা ব্যানার্জী (Rachana Banerjee) দিদি নং ১ (Didi No 1) এর জেরে আজ প্রতিটা বাঙালির কাছেই পরিচিত। একসময় একের পর এক দুর্দান্ত হিট ছবি দিয়ে মানুষের মন জয় করেছিলেন। এরপর এক দশকের বেশি সময় ধরে দিদি নং ১ এর দৌলতে সকলের অনেকটা কাছে মানুষে পরিণত হয়েছেন অভিনেত্রী। বর্তমানে দিদিনং ১ আর ছেলে নিয়েই বেশ রয়েছেনঅভিনেত্রী।
দিদি নং এর মঞ্চে মাঝে মধ্যেই বিশেষ কিছু পর্বের আয়োজন করা হয়। যেখানে কখনো সেলিব্রিটি তো কখনো বিশেষ থিমের অতিথিরা হাজির নয়। তাদের সাথে মজার খেলা থেকে শুরু করে গল্প আড্ডা হয়। সম্প্রতি মা ও সন্তানদের নিয়ে একটি বিশেষ পর্ব আয়োজিত হয়েছিল দিদি নং ১ এ। যেখানে একাধিক টলিপাড়ার অভিনেত্রীরা নিজেদের সন্দানদের নিয়ে হাজির হয়েছিলেন।
বাঙালি অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র এদিন দিদি নং ১ এর মঞ্চে ছেলে ঋতভাষকে নিয়ে হাজির হয়েছিলেন। তাঁর সাথে বেশ কিছু কখোপকথন হয়েছে দিদির। আর ঋতভাষের পড়াশোনা থেকেই হবি নিয়ে আলোচনার সময়েই উঠে এসেছে পড়াশোনা বাদে সবই ভালো লাগে তাঁর। এর জন্য মায়ের কাছ থেকে বকুনি থেকে আরম্ভ করে পিটুনিও খেতে হয় তাকে।
অবশ্য এই দিক থেকে বোধয় কেউই বাদ যায় না। ছোট বেলায় সবাই মায়ের হাতে একটি আধটু পেটানি তো খেয়েছে। এদিন অভিনেত্রী রচনা ব্যানার্জী নিজেও জানান ছেলে বড় হয়ে গেলেও এখনও মাঝে মধ্যে মার খেয়ে যায় মায়ের হাতে। রচনা বলেন, ‘আমার হাত চলে, কথা শুনবি না শুনলেই ধামা ধম মেরে দেব। আমি ভালোভাবে দুবার বলবো তিনবার বলবো তারপরেই মার। ছেলে বলে, মা আর কত মারবে বড় হচ্ছি তো। তখন বলি, তুই যেদিন বিয়ে করতে যাবে সেদিনও দরকার পড়লে পেটাবো তোকে’।
তবে তারপরেই অভিনেত্রী জানান, ছেলে জানে যে মা রেগে গেলেও ঠিক পরের মুহূর্তে রাগ কমে গেলে আদর করবে। রচনার এমন উত্তর শুনে উপস্থিত সকল প্রতিযোগীরা হেসে গেলেছে। আর দিদি নং ১ এর এই টুকরো দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পরেই বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।