• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪৬ বছরেও ভাটা পড়েনি জেল্লায়, চিকন কোমরে জন্মদিনের পার্টি মাতালেন দিদি নং ১-এর রচনা

টালিউডের জনপ্রিয় মুখগুলোর অন্যতম রচনা ব্যানার্জী। গত ২ অক্টোবর ছিল তার জন্মদিন। আর সেই উপলক্ষেই সেজে গুজে পার্টিতে এসেছিলেন দিদি।

এদিন বেশ নজরকাড়া বিষয় ছিল বার্থডে থিম। একেবারে চামেলি রূপে অবতীর্ণ হন বার্থডে গার্ল। মেরুন রঙের উজ্জ্বল শাড়ির সঙ্গে কনট্রাস্ট সবুজ ব্লাউজ, মাথায় পরেছিলেন দুই রঙের গাঁদা ফুল।

এককালে বাংলা ও ওড়িয়া চলচ্চিত্রে একচেটিয়া হিট ছবি দিয়েছেন অভিনেত্রী। এখন জি-বাংলায় তার জনপ্রিয় শো দিদি নং ওয়ান টি-আর-পির শীর্ষে থাকে। ছবি বিশেষ না করলেও এই শো যেন তাকে ছাড়া অচল। এদিন নিজের বার্থডে পার্টিতে কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটালেন। দোলালেন কোমরও। তার হট ডান্স রীতিমতো টেক্কা দেবা বর্তমানের জনপ্রিয় অভিনেত্রীদেরও।

লাস্য নয় একেবারে কৈশোরের ঔজ্জ্বল্য ছিল রচনার চোখে মুখে৷ শুধু শরীর স্লিম রেখে অনেকেই তারুণ্য ধরে রাখতে পারে কিন্তু রচনার চোখে মুখে এখনও যে শুদ্ধতা রয়েছে তাতে অনেক বছর এভাবেই হেলায় পার করে যাবেন দিদি নম্বর ওয়ান৷

 

 

View this post on Instagram

 

A post shared by Tolly Planet Bangla (@tollyplanetbangla) on Oct 4, 2020 at 6:24am PDT

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥