• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিদি নং১-র রচনা ব্যানার্জীরও রয়েছে একটি দুর্বলতা, কি সেই দুর্বলতা জানেন নাকি!

Updated on:

রচনা ব্যানার্জী Rachana Banerjee

টলিউডের (Tollywood) অভিনেত্রী রচনা ব্যানার্জী (Rachana Bannerjee) বাঙালি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। বিগত এক দশকের বেশি সময় ধরে জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নং ১’ এর জেরে বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছেন অভিনেত্রী। কিছুদিন আগেই ৪৬ বছর বয়সে পা দিয়েছেন অভিনেত্রী। তবে তাকে দেখে সেটা বোঝা ডে। বয়স বাড়লেও গ্ল্যামারে একটুও ভাটা পড়েনি অভিনেত্রীর।

রচনা ব্যানার্জী Rachana Banerjee

সোশ্যাল লাইফে বেশ সক্রিয় অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে সাড়ে ৭ লক্ষের কাছাকাছি অনুগামী রয়েছে অভিনেত্রীর। নিজের অনুগামীদের প্রতিনিয়ত নতুন নতুন ছবি আর ভিডিও দিয়ে মাতিয়ে রাখেন অভিনেত্রী। কখনো ওয়ান পিস্ গাউনে লালপরী রূপে এসে হাজির হন তো আবার কখনো চামেলী সাজে তুমুল নেচে কাঁপিয়ে দেন নেটপাড়া। এছাড়াও মাঝে মধ্যেই রিল ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। এক কথায় বলতে গেল রচনা ব্যানার্জীর ক্রেজ এখনো রয়েছে সেই আগের মতোই।

রচনা ব্যানার্জী Rachana Banerjee

তবে দিদি নং ১ এর রচনারও রয়েছে একটি দুর্বলতা। প্রতিটি মানুষেরই কিছুনা কিছু দুর্বলতা থাকে, তেমনি অভিনেত্রীরও রয়েছে। যেমনটা জানা যায় অভিনেত্রীর একটি মাত্র ছেলে রয়েছে, তাঁর নাম প্রণীল। তবেকি ছেলেই দুর্বলতা অভিনেত্রীর। না তা ঠিক নয় কারণ ছেলে ও পরিবার সহ কলকাতাতেই থাকেন অভিনেত্রী।

আসলে অভিনেত্রী নিজের দুর্বলতার কথা নিজেই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। ছবিতে কোনো এক রেস্তোরায় বসে থাকতে দেখা গিয়েছে তাকে। সামনে সাজানো রয়েছে রংবেরঙের নানান মিষ্টি। এই ছবি শেয়ার করেই অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, ‘সুইট! আমার একমাত্র দুর্বলতা’। আশা করি বুঝতেই পেরেছেন যে মিষ্টিই হল অভিনেত্রীর দুর্বলতা। অর্থাৎ মিষ্টি খেতে ভালোবাসেন অভিনেত্রী। নিজেকে ফিট রাখতে হয়তো মিষ্টি খাওয়া মানা রয়েছে অভিনেত্রীর তবে সামনে মিষ্টি থাকলে কিন্তু কন্ট্রোল করা খুবই  মুশকিল হয়ে পড়ে।

রচনা ব্যানার্জী Rachana Banerjee

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥