টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর কাছে রচনা ব্যানার্জির (Rachana banerjee) কাছে বয়স কেবলমাত্রই একটি সংখ্যা। গত কয়েকদশক ধরেই বাঙালি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী। সিনেমা থেকে ছুটি নিলেও ‘জি বাংলা’র জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নং ওয়ানে’ সঞ্চালনার কাজ চালিয়ে যাচ্ছেন রচনা ব্যানার্জি।
সদ্য ৪৬ এ পা দিয়েছেন রচনা। কিন্তু তাকে দেখে তা বোঝার উপায়ই নেই। কারণ বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার জেল্লা। ৪৬ এও তার গ্ল্যামারে বিন্দুমাত্র ভাটা পড়েনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী।
নিজের জন্মদিনে চামেলি সেজেছিলেন রচনা ব্যানার্জি। মাথায় গাঁদা ফুল, চিকন কোমরে নেটপাড়ায় ঝড় তুলেছিলেন তিনি। আবার ছুটির দিনে লাল ওয়ানপিস পরে এক্কেবারে কিশোরীদের মতো ধরা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
সম্প্রতি, শীতের সকালে ফুরফুরে মেজাজে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী। আদুরে হাওয়ায় অভিনেত্রীর মুখে এসে পড়ছে উড়ো চুল। সবমিলিয়ে বিনা মেকাপে এই ফুরফুরে মেজাজে রচনার এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
এককালে বাংলা ও ওড়িয়া চলচ্চিত্রে একচেটিয়া হিট ছবি দিয়েছেন অভিনেত্রী। এখন জি-বাংলায় তার জনপ্রিয় শো দিদি নং ওয়ান টি-আর-পির শীর্ষে থাকে। ছবি বিশেষ না করলেও এই শো যেন তাকে ছাড়া অচল।