• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই বয়সে তীর্থ যাত্রা করাই ভালো! হরিদ্বার ভ্রমণের ছবি দেখে রচনাকে পরামর্শ নেটিজেনদের

Published on:

Rachana Banerjee trolled on social media after sharing Haridwar trip photos

টলিউডের (Tollywood) প্রথম সারির এভারগ্রিন অভিনেত্রী মানে প্রথমেই আসে একজনের নাম, তিনি হলেন  রচনা ব্যানার্জি (Rachna Banerjee)। বাংলা সিনেমার দাপুটে এই অভিনেত্রী একসময় উপহার দিয়েছেন একগুচ্ছ সুপারহিট সব সিনেমা। যার ফলে গোটা বাংলা জুড়ে অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়।

যদিও এখন আর সিনেমায় অভিনয় করতে দেখা যায় না রচনাকে। তবে দিদি নাম্বার ওয়ানের (Didi No 1) সঞ্চালনা করেই  এখন তিনি হয়ে উঠেছেন বাংলার দিদি নাম্বার ওয়ান তথা অসংখ্য মানুষের অনুপ্রেরণা। প্রসঙ্গত টলি অভিনেত্রী  রচনা ব্যানার্জীর অনুরাগীদের সংখ্যা শুধুমাত্র বাংলাতেই নয়, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা দেশে। একটা সময় ছিল যখন বলিউডেও ডেবিউ করেছিলেন রচনা।

Rachna Banerjee shares about her journey on Didi No 1

হিন্দি ছবিতেও তাঁর স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা রয়েছে স্বয়ং বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের সাথে। তবে শুধুমাত্র বাংলা কিংবা হিন্দি সিনেমায় নয় রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন ওড়িয়া এবং দক্ষিণী সিনেমাতেও। এ তো গেল অভিনেত্রীর পেশাদার জীবন।

তবে শুধু অভিনয় কিংবা সঞ্চালনা নয় এসবের বাইরেও নিজের ব্যক্তিগত জীবনটাও চুটিয়ে উপভোগ করেন অভিনেত্রী। প্রতিটা মুহূর্ত বাঁচেন নিজের শর্তে। তাই ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিতে ভোলেন না রচনা। এই কারণেই বছরভার শুটিংয়ের ব্যস্ততার মাঝেই ঘুরে আসেন নিজের পছন্দের জায়গা থেকে।

টলিউড,Tollywood,রচনা ব্যানার্জি,Rachna Banerjee,হরিদ্বার ভ্রমণ,Haridwar Trip,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

প্রকৃতিকে কাছ থেকে দেখার প্রতিটা মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন নায়িকা। বিদেশ ভ্রমণেও বেশ পটু নায়িকা। ইতিমধ্যেই ঘুরে এসেছেন রাশিয়া, ইউরোপ, কিংবা মরু শহর দুবাইয়ের মতো জায়গা থেকে। তবে  এবার বিদেশ নয় নিজের দেশের মাটিতেই এবার স্বয়ং ঈশ্বরের কাছে সঁপে দিয়েছেন অভিনেত্রী।

আসলে সদ্য পবিত্র তীর্থক্ষেত্র হরিদ্বারে (Haridwar) অবসর সময় কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। আর সেই হরিদ্বার ভ্রমণের ছবিই এদিন নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) প্রোফাইল শেয়ার করে নেটিজেনদের একাংশের ট্রোলের (Troll) মুখে পড়েছিলেন অভিনেত্রী। কেউ অভিনেত্রীকে খোঁচা দিয়ে লিখেছেন ‘এই বয়সে তীর্থযাত্রাতেই যাওয়া উচিত।’ আবার কেউ লিখেছেন ‘এখন থেকে ওখানেই থাকতে পারেন।’ তবে শুধু কটাক্ষই নয় প্রশংসাতেও ভরিয়েছেন কেউ কেউ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥