• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রাবন্তী-রচনা থেকে জিৎ-প্রসেনজিৎ, সেরা টলি তারকাদের প্রথম ছবি আজও অনেকেরই অজানা!

টলিউড ইন্ডাস্ট্রি (Tollywood) মানেই এক ঝাঁক সুন্দরী অভিনেত্রীদের ভীড়। তাঁরা প্রত্যেকেই অভিনয়কেই পেশা করে নিয়ে  নিজের নিজের কেরিয়ারে চূড়ান্ত সফল। অনেকে আবার অভিনয় শুরু করেছিলেন খুব অল্প বয়সে শিশুশিল্পী হিসাবে। রচনা ব্যানার্জী থেকে শ্রাবন্তী চ্যাটার্জী কিংবা কোয়েল  মল্লিক থেকে শুভশ্রী গাঙ্গুলি আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে টলিউড ইন্ডাস্ট্রিতে চূড়ান্ত সফল অভিনেত্রীদের প্রথম বাংলা সিনেমার (First Bengali Cinema) তালিকা।

রচনা ব্যানার্জী (Rachna Banerjee): বাংলা সিনেমার অন্যতম সফল অভিনেত্রীদের একজন হলেন রচনা ব্যানার্জী। ১৯৯৩ সালে সুখেন দাস পরিচালিত ‘দান প্রতিদান’ সিনেমার হাত ধরেই প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন বাংলা সিনেমার এই এভারগ্রীন অভিনেত্রী।

   

টলিউড অভিনেত্রী,Tollywood Actress,বাংলা সিনেমা,Bengali Cinema,প্রথম সিনেমা,First Cinema,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,কোয়েল মল্লিক,Koel Mallick,শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,নুসরত জাহান,Nusrat Jahan,প্রিয়াঙ্কা সরকার,Priyanka Sarcar

শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee): ১৯৯৭ সালে মায়ার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘মায়ার বাঁধন সিনেমায় শিশুশিল্পী হিসাবে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল টলিউডের এই সুন্দরী অভিনেত্রীর। তবে প্রধান নায়িকা হয়ে শ্রাবন্তী অভিনয় করেছেন  ২০০৩ সালে ‘চ্যাম্পিয়ন’ সিনেমায়। এই সিনেমায় তাঁর নায়ক ছিলেন টলিউড সুপারস্টার জিৎ।

টলিউড অভিনেত্রী,Tollywood Actress,বাংলা সিনেমা,Bengali Cinema,প্রথম সিনেমা,First Cinema,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,কোয়েল মল্লিক,Koel Mallick,শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,নুসরত জাহান,Nusrat Jahan,প্রিয়াঙ্কা সরকার,Priyanka Sarcar

কোয়েল মল্লিক (Koel Mallick): টলিউডের অন্যতম একজন মিষ্টি নায়িকা হলেন কোয়েল মল্লিক। ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসলেও আজ সম্পূর্ণ নিজের চেষ্টাতেই টলি  কুইন তিনি। ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমা দিয়েই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর।

টলিউড অভিনেত্রী,Tollywood Actress,বাংলা সিনেমা,Bengali Cinema,প্রথম সিনেমা,First Cinema,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,কোয়েল মল্লিক,Koel Mallick,শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,নুসরত জাহান,Nusrat Jahan,প্রিয়াঙ্কা সরকার,Priyanka Sarcar

শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly): এই মুহূর্তে টলিউডের ব্যস্ততম নায়িকা হলেন শুভশ্রী। এখন সারা বছর ঠাসা কাজ তাঁর। তবে  ২০০৭ সালে ‘পিতৃভূমি’ ছবিতে সুপারস্টার  জিতের বোনের ছোট্ট একটি চরিত্র করেই প্রথম বাংলা সিনেমায় ডেবিউ হয়েছিল শুভশ্রীর। যদিও পরের বছরেই অর্থাৎ ২০০৮ সালে বাজিমাত ছবিতে নায়িকা হিসাবে দেখা যায় তাঁকে। বিপরীতে নায়ক হিসাবে ছিলেন সোহম চক্রবর্তী।

Subhashree Ganguly, Subhashree Ganguly interview

প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarcar) : টিভি সিরিয়ালের মধ্যে দিয়েই অভিনয় জীবন শুরু হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। পরবর্তীতে  ২০০৮ সালে ‘চিরোদিনই তুমি যে আমার’ সিনেমার মধ্যে দিয়ে তাঁর  অভিষেক হয় বাংলা সিনেমায়।

Rahul Banerjee and Priyanka Sarkar

নুসরত জাহান (Nusrat Jahan):  ২০১১ সালে এস কে মুভিজের ব্যানারে  রাজ চক্রবর্তী পরিচালিত ‘শত্রু’ সিনেমা দিয়েই টলিউডে ডেবিউ করেছিলেন ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত অভিনেত্রী নুসরাত জাহান।

টলিউড অভিনেত্রী,Tollywood Actress,বাংলা সিনেমা,Bengali Cinema,প্রথম সিনেমা,First Cinema,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,কোয়েল মল্লিক,Koel Mallick,শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,শুভশ্রী গাঙ্গুলি,Subhashree Ganguly,নুসরত জাহান,Nusrat Jahan,প্রিয়াঙ্কা সরকার,Priyanka Sarcar

এই সিনেমায় নুসরতের নায়ক ছিলেন জিৎ। এটাই ছিল অভিনেতার প্রথম ছবি। তারপর থেকে একেরপর এক সুপারহিট সিনেমা দিয়েছেন জিৎ।